• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সিলেটকে গুঁড়িয়ে দিল কুমিল্লা

লোগো আইপিএল

ক্রিকেট

সিলেটকে গুঁড়িয়ে দিল কুমিল্লা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০১৯

মেডেন ওভারে শুরু। পরের ওভারেই নেই তিন উইকেট। সিলেটের দুঃসহ যাত্রার শুরু। পরে কেউ পারেনি ন্যূনতম প্রতিরোধ গড়তে। উইকেট পড়েছে মুড়ি-মুড়কির মতো। ঘরের মাঠে মাত্র ৬৮ রানে অলআউট সিলেট সিক্সার্স। জবাবে কুমিল্লা জয়ের বন্দরে পৌঁছায় দুই উইকেট হারিয়ে, ৫৩ বল হাতে রেখে। ওয়ার্নার শিবিরকে ৮ উইকেটে গুঁড়িয়ে বিপিএলে প্রতিদ্বন্দ্বিতার আভাস তামিম-কায়েসদের কুমিল্লার। পাঁচ ম্যাচে কুমিল্লার এটি তৃতীয় জয়, পয়েন্ট ৬, অবস্থান দ্বিতীয়। চার ম্যাচে সিলেটের এটি তৃতীয় হার, পয়েন্ট মাত্র দুই, অবস্থান সবার নিচে।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দশার সীমা ছিল না সিলেট সিক্সার্সের। টপ অর্ডারের ছয় ব্যাটসম্যানের কেউই ছুঁতে পারেনি দুই অংকের রান। এর মধ্যে তিনজন তো শূন্য রানে বিদায় (ওয়ার্নার, আফিফ ও পুরান)। ২২ রানে সাত উইকেট হারানো সিলেট তখন কাঁপছে লজ্জার রেকর্ডের সামনে। টি-টোয়েন্টিতে দলীয় সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড ৩০, বিপিএলে ৪৪। শেষ পর্যন্ত এমন লজ্জায় পড়তে হয়নি সিলেটকে। তার পুরো কৃতিত্ব অলোক কাপালির। অষ্টম উইকেটে তাসকিনের সঙ্গে ২৩ ও শেষ উইকেটে আল আমিনের সঙ্গে ২১ রানের জুটি লজ্জা থেকে রেহায় পায় সিলেট। সঙ্গী অভাবে অপরাজিত ছিলেন অলোক কাপালি। ৩১ বলে চারটি চার ও এক ছক্কায় করেন ইনিংস সর্বোচ্চ ৩৩ রান। টপ অর্ডারের মতো লেজের ব্যাটসম্যানদের রানও ছিল মোবাইল ডিজিটের মতো। কুমিল্লার হয়ে বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং মেহেদী হাসানের। ৪ ওভারে ২২ রানে নেন চারটি উইকেট। অনুমিতভাবে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মেহেদীই। পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের কব্জায় ১৫ রানে তিন উইকেট। ডসন দুটি ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

জিততে হলে কুমিল্লাকে করতে হবে ৬৯। এমন সহজ লক্ষ্য ছুঁতেও ঘাম ঝরেছে দলটির। খেলতে হয়েছে ১১.১ ওভার। উইকেট পড়েছে দুটি। দুই ওপেনারই ডাক মেরেছেন। দুই বল খেলে রান আউট এনামুল হক বিজয়। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তামিম ইকবাল। তবে তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন থেকে দলকে সহজ জয় পাইয়ে দেন শামসুর রহমান ও অধিনায়ক ইমরুল কায়েস। শামসুর ৩৪ (৩৭ বলে পাঁচটি চার), ইমরুল ৩০ (২২ বলে দুটি করে চার ও ছক্কা) রানে ছিলেন অপরাজিত।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads