• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
আইসিসির বর্ষসেরা দলে মোস্তাফিজ

আইসিসির বর্ষসেরা দলে মোস্তাফিজ

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

আইসিসির বর্ষসেরা দলে মোস্তাফিজ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০১৯

রাজশাহী কিংসের হয়ে এবারের বিপিএলে দারুণ খেলছেন তিনি। এরই মধ্যে এক সুখবর এলো তার জন্য। আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে বাংলাদেশকে যে কয়জন খেলোয়াড় উঁচুতে তুলেছেন, তাদের মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান। গতবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা দলে বাংলাদেশের জন্য কোনো সুখবর ছিল না। এবার অবশ্য সুখবর বয়ে আনলেন এই ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। ২০১৮ সালের পারফরম্যান্সে ভর করে বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই কৃতী পেস বোলার।

বল হাতে গত বছর দারুণ কাটিয়েছেন মোস্তাফিজুর। এশিয়া কাপ ক্রিকেটে দারুণ বোলিংয়ে আলোচনায় ছিলেন। পুরো বছরে ১৮ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট। ইকোনমি ছিল ৪.২০। মোস্তাফিজ বর্ষসেরা ওয়ানডে দলে এর আগেও জায়গা করে নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়ে। ২০১৫ সালের বর্ষসেরা ওয়ানডে দলে ছিলেন। তার আগে ২০০৯ সালে বর্ষসেরা টেস্ট দলে ছিলেন সাকিব আল হাসান। এবার অবশ্য টেস্ট দলে কোনো বাংলাদেশি নেই। ২০০৪ সাল থেকে এমন বর্ষসেরা দল ঘোষণা করে আসছে আইসিসি। এবার ওয়ানডে ও টেস্ট দলে দুই ফরম্যাটেই অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। 

সাতক্ষীরার ছেলে ২৩ বছর বয়সী মোস্তাফিজের ওয়ানডে অভিষেক হয় ২০১৫ সালের ১৮ জুন ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচে। তিনি এ পর্যন্ত ৪০টি ওয়ানডে ম্যাচে ৭৩ উইকেট পেয়েছেন। তার টেস্ট অভিষেক হয় একই বছর জুলাই মাসে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তিনি ১২টি টেস্টে ২৭ উইকেট লাভ করেন। আর তার টি-টোয়েন্টি অভিষেক হয় ২০১৫ সালের এপ্রিলে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৪৮টি। 

বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (ভারত), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), রস টেইলর (নিউজিল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত) ও জসপ্রিত বুমরাহ (ভারত)।

বর্ষসেরা টেস্ট দল : টম লাথাম (নিউজিল্যান্ড), দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), হ্যানরি নিকোলস (নিউজিল্যান্ড), ঋষভ পান্ত (ভারত), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), জসপ্রিত বুমরাহ (ভারত) ও মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads