• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

সংগৃহীত ছবি

ক্রিকেট

নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০১৯

দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে ছয় মাসের জন্য নিষিদ্ধ তিনি। নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। কিন্তু সেই সাব্বির রহমান রুম্মন নিউজিল্যান্ড সফরের জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলে। সংবাদ সম্মেলনে ওয়ানডে স্কোয়াডে সাব্বিরের নাম দেখে তো চক্ষু চড়কগাছ সবার। প্রশ্নের পর প্রশ্ন ছুটে গেল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর দিকে। তিতিবিরক্তি তার চোখেমুখে। তারপরও তার ব্যাখ্যাটা এমন, ‘সাব্বিরের নিষেধাজ্ঞা এক মাস কমিয়ে আনা হয়েছে।’ প্রশ্ন উঠল তখন সাব্বিরের বিগত কয়েক মাসের পারফরম্যান্স নিয়ে। নান্নু এবার বল ঠেলে দিলেন অধিনায়ক মাশরাফির কোর্টে। যেখানে তিনি বলেন, ‘মাশরাফির পছন্দেই সাব্বিরকে দলে নেওয়া হয়েছে।’ এ বলেই যেন হাফ ছেড়ে বাঁচলেন তিনি।

বিপিএলের পরই তিন ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে টিম বাংলাদেশ। প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে। হ্যামিল্টনে প্রথম টেস্ট শুরু ২৮ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে গতকাল একই সঙ্গে ১৫ সদস্যের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে একমাত্র নতুন মুখ স্পিনার নাঈম হাসান। ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। সর্বশেষ ওয়ানডে দলে খেলা আরিফুল ইসলাম, আবু হায়দার রনি, ইমরুল কায়েস ও নাজমুল ইসলাম বাদ পড়েছেন দল থেকে। টেস্ট দল থেকে বাদ পড়েছেন পেসার রুবেল ও আরিফুল। 

ওয়ানডে দল ঘোষণার পর সব প্রশ্ন ছিল সাব্বিরকেন্দ্রিক। কোন বিচারে তাকে দলে আনা হয়েছে। প্রধান নির্বাচক নান্নু জানান, ‘নিষেধাজ্ঞা এক মাস কমিয়ে আনা হয়েছে। তার মানে ৩১ জানুয়ারির পর সে মুক্ত। আর দলে অন্তর্ভুক্তির ব্যাপারটি সম্পূর্ণ আমাদের অধিনায়কের (মাশরাফি) পছন্দের। ও খুব জোরালোভাবে আমাদেরকে দাবি জানিয়েছে এবং আমরা দুজনই এই পক্ষে সম্মত হয়েছি। ওরা এমন একজনকে চাচ্ছে যারা লোয়ার মিডল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। নিউজিল্যান্ডের পরই বিশ্বকাপ, সেই পরিকল্পনাতেই সাব্বিরকে দলে নেওয়া। দেখা যাক, অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তার ব্যাপারে। আমিও আশাবাদী সে ফিরে আসবে।’  চলমান বিপিএলে সাব্বির ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। তবে একটি ইনিংসে ৮৫ রান নির্বাচকদের কিছুটা স্বস্তি দিচ্ছে।

তাসকিনের ফেরা প্রসঙ্গে নান্নুর যুক্তি, ‘সে বিসিবির অধীনে রিহ্যাবে ছিল। ইনজুরি কাটিয়ে ফিরেছে। বিপিএলে ভালোও করছে সে। নিউজিল্যান্ডের উইকেট পেস গতির জন্য ভালো। তাসকিন সেখানে ভালো করতে পারবে বলেই আমাদের বিশ্বাস। বিশেষ করে শফিউলের চেয়ে।’ ইমরুল কেন ওয়ানডে দলে নেই। নান্নুর মতে, ‘বর্তমান ফর্ম বিবেচনায় তাকে রাখা হয়নি। তবে বিশ্বকাপের আগে রদবদল হতে পারে।’

ওয়ানডেতে ক্যাপ্টেন মাশরাফি। তার ডেপুটি সাকিব আল হাসান। টেস্টে অধিনায়ক সাকিব। এখানে সাকিবের ডেপুটি মাহমুদউল্লাহ রিয়াদ। আগামী ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে টাইগার শিবির। বিপিএলে কোনো ক্রিকেটার ব্যস্ত থাকলে তারা যাবেন পরে।

ওয়ানডে দল : মাশরাফির বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান।

টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads