• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

লাকমালের  ‘স্বপ্নপূরণ’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৭ জানুয়ারি ২০১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল শ্রীলঙ্কা। দলের অবস্থা যাই হোক, অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নিয়ে দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন পূরণ করেছেন শ্রীলঙ্কান পেসার সুরঙ্গা লাকমাল। গ্যাবা টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩২৩ রানে অলআউট করে দেয় শ্রীলঙ্কা। লঙ্কান পেসার সুরঙ্গা লাকমাল নিজের ঝুলিতে পুরে নেন ৫ উইকেট। ২৭ ওভারে ৯টি মেডেন নেন। রান দিয়েছেন ৭৫। উইকেট নিলেন ৫টি। এই ৫ উইকেটের মধ্য দিয়েই অধরা স্বপ্ন পূরণ হয়েছে লাকমালের। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নেন লাকমাল, যা তার ক্যারিয়ার সেরা। এবার হয়তো ক্যারিয়ার সেরা সেই বোলিংকে পেছনে ফেলতে পারেননি তিনি। তবে স্বপ্নপূরণ করে দিয়েছে তার। বোলিং ক্যারিয়ারে লাকমালের স্বপ্ন ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়ার। অবশেষে সেই স্বপ্নপূরণ হলো তার। বোলিংয়ের শুরুতেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার কারণে আরেক পেসার লাহিরু কুমারাকে মাঠ থেকে বের হয়ে যেতে হয়। যে কারণে লাকমালের ওপরই বাড়তি দায়িত্ব বর্তায় দলের বোলিংয়ের। প্রত্যাশার চাপে থেকেও তিনি ভালো বোলিং করেছেন। ৫৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে মাত্র তৃতীয়বার ৫ উইকেট নিতে পারলেন লাকমাল। এর মধ্যে একবারই অস্ট্রেলিয়ার মাটিতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads