• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সিরিজ উইন্ডিজের

লে‍াগো উইন্ডিজ ক্রিকেট দল

ক্রিকেট

সিরিজ উইন্ডিজের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০১৯

দ্বিতীয় টেস্টেও পাত্তা পেল না সফরকারী দল ইংল্যান্ড। সিরিজ বাঁচিয়ে রাখতে সতীর্থদের কাছে ইতিহাস গড়া ইনিংস চেয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। তেমন কিছু করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসেও তাদের গুঁড়িয়ে দিয়ে তিন দিনে অ্যান্টিগা টেস্ট ১০ উইকেটে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে ৩৮১ রানে জয় পাওয়া স্বাগতিকরা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে জেসন হোল্ডারের দল। ২০০৯ সালের পর এই প্রথম ‘দ্য উইজডেন ট্রফি’ জিতল ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজের দিন শুরু হয়েছিল তরুণ পেসার আলজারি জোসেফের মা শ্যারন জোসেফের মৃত্যুর সংবাদ দিয়ে। শোককে শক্তিতে পরিণত করা ওয়েস্ট ইন্ডিজ দাপুটে ক্রিকেট খেলে দিন শেষ করে দশ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের খুশিতে। 

দলকে সিরিজ জয়ে সাহায্য করতে ম্যাচ রেখে বাড়ি যাননি অ্যান্টিগারই ছেলে জোসেফ। ২২ বছর বয়সী এই পেসারের দ্রুত বাড়ি যাওয়া নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব খেলা শেষ করতে যেন মুখিয়ে ছিলেন সতীর্থরা। সেই আগুনে পুড়ল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে টিকল মাত্র ৪২ ওভার।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাতে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩০৬ রানে। শুরুতেই ফিরে যান আগের টেস্টের ডবল সেঞ্চুরিয়ান হোল্ডার। তাকে ফেরানোর পর কেমার রোচকে দ্রুত বিদায় করেন জেমস অ্যান্ডারসন। জোসেফকে ফিরিয়ে দেন বেন স্টোকস। মন্থর ব্যাটিংয়ে ফিফটি করা ড্যারেন ব্রাভোকে বিদায় করে স্বাগতিকদের গুটিয়ে দেন মইন আলি। ব্রাভোর ২১৬ বলে খেলা ৫০ রানের ইনিংসটি গড়া দুটি চার ও একটি ছক্কায়।

প্রথম ইনিংসের ভুল থেকে শিখতে পারেনি ইংল্যান্ড। দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিতে পারেননি কেউই। রোচের গতি আবারো ভুগিয়েছে তাদের। কাঁপিয়েছে হোল্ডারের নিখুঁত লাইন, লেংথ আর বাড়তি বাউন্স। ৭ ওভারের স্পেলে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলেছিলেন জোসেফ। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা গড়তে পারেনি তেমন কোনো জুটি। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে ব্যাটিং করতে দেখা যায়নি কাউকেই। শট খেলে দ্রুত রান তোলার চেষ্টা ছিল তাদের মধ্যে। সেই চেষ্টা সফল হয়নি। দুই অঙ্কে যাওয়া সাত ব্যাটসম্যানের মধ্যে বিশের কোটায় যেতে পেরেছেন কেবল জস বাটলার। পাঁচ চারে ৪৮ বলে তিনি করেন ২৪ রান। হোল্ডার ৪ উইকেট নেন ৪৩ রানে। রোচ ৫২ রানে নেন ৪টি। জোসেফ ২ উইকেট নেন ১২ রানে।

১৪ রানের ছোট লক্ষ্য মাত্র ২ ওভার ১ বলে পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ রানে অপরাজিত থাকেন ক্রেইগ ব্রাথওয়েট। ছক্কায় দলকে জয় এনে দেওয়া জন ক্যাম্পবেল ৬ বলে করেন ১১ রান। আগামী শনিবার সেন্ট লুসিয়ায় শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads