• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বাস্তববাদী রোডস

বাংলাদেশ ক্রিকেট দলের ইংলিশ কোচ স্টিভ রোডস

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

বাস্তববাদী রোডস

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০১৯

নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে বাংলাদেশ দল। এর আগে ২০১৬-১৭ মৌসুমে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলেছিল টাইগাররা। কিন্তু জিততে পারেনি একটি ম্যাচও।

অতীত স্মৃতি তিক্ততায় ভরা। আর তাই এবার খুব বেশি স্বপ্ন দেখাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট দলের ইংলিশ কোচ স্টিভ রোডস। পা মাটিতে রেখেই কথা বলেছেন তিনি। তার মতে, কিছু ম্যাচ জেতার চেষ্টা থাকবে অবশ্যই।

গতকাল দুপুরে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রোডস বলেন, ‘আশা করি এবার কিছু ম্যাচ জিতব আমরা। আমাদের জন্য ভালো হবে, যদি আমরা কিছু ম্যাচ জিততে পারি। কারণ সেখানে ম্যাচ জয় করা কঠিন, সেটা গতবারের সফরেই প্রমাণ হয়েছে। তবে আমরা খুবই সন্তুষ্ট ছেলেদের সাম্প্রতিক পারফরম্যান্সে।’

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ফরম্যাট নিয়েই আশাবাদী রোডস। তিনি বলেন- ‘হ্যাঁ, ওয়ানডে ফরম্যাটে ভালো করার জন্য গর্ববোধ করি আমরা। এবারো আমরা ভালো করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব। তবে টেস্ট ম্যাচ কঠিন হবে। আগের তুলনায় বিদেশে পারফর্ম করার ক্ষেত্রে আমরা এখন একটু গুছানো। আশা করব টেস্টেও ভালো ফলাফল আনার, ভালো ক্রিকেট খেলার।’

নিউজিল্যান্ড সফর হবে বিশ্বকাপের প্রস্তুতি। এই সফর রোডসের কাছে বাংলাদেশের বর্তমান অবস্থান পর্যবেক্ষণের। টাইগার কোচের ভাষ্যে- ‘হ্যাঁ, নিউজিল্যান্ড সিরিজ আমাদের ইঙ্গিত  দেবে আমরা কোথায় আছি বিশ্ব ক্রিকেটে। বিশ্বকাপের আগে আমাদের আয়ারল্যান্ডে সিরিজ আছে। বিশ্বকাপ প্রস্তুতিতে আয়ারল্যান্ড হবে আমাদের শেষ ধাপ।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads