• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মিরাজের চোখে চ্যালেঞ্জ

মেহেদী হাসান মিরাজ

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

মিরাজের চোখে চ্যালেঞ্জ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০১৯

নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই বিরূপ। বাতাসের সঙ্গে থাকে কঠিন ঠান্ডা। এমন পরিস্থিতিতে ক্রিকেট মাঠে পেসারদের আধিপত্য বরাবর। স্পিনাররা মার খান বেধড়ক। আর সেটা যেকোনো দলেরই। নিউজিল্যান্ডের স্পিনাররাই ঘরের মাঠে তেমন সুবিধা করতে পারেন না, সেখানে বাংলাদেশের স্পিনাররা আসন্ন ওয়ানডে সিরিজে কেমন করবেন, তাই নিয়ে সংশয় আছে।

বাংলাদেশের আট সদস্যের একটি দল গতকাল রওনা দিয়েছে নিউজিল্যান্ডের উদ্দেশে। এই বহরে ছিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। বিমানে ওঠার আগে নিউজিল্যান্ড সফরটা বেশ চ্যালেঞ্জের হবে বলে জানিয়ে গেছেন তিনি।  নিউজিল্যান্ডের মাটিতে স্পিনারদের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে মিরাজ বলেন, ‘এটা আমাদের (স্পিনার) জন্য বড় চ্যালেঞ্জ। উপমহাদেশে স্পিনাররা ভালো করেন কিন্তু বাইরে গেলে তাদের ওইরকম ভূমিকা থাকে না। এটা আমাদের নিজেদের সঙ্গে নিজেদের একটা চ্যালেঞ্জ।’

তিনি আরো বলেন, ‘আমরা স্পিনাররা যদি ভালো করতে পারি, ডমিনেট করতে পারি, তাহলে দল আরো বেশি সাহায্য পাবে। আমরা স্পিনাররা পেসারদের যদি সাপোর্ট করি, তাহলে বোলারদের কাজটা সহজ হবে। আমরা দিন শেষে দল হয়ে খেলব, চেষ্টা থাকবে ভালো কিছু করার।’

সিরিজ শুরুর সপ্তাহখানেক আগে নিউজিল্যান্ডে যাওয়া বেশ কাজে দেবে বলে মনে করছেন তিনি। ধাতস্থ হওয়া যাবে আবহাওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আসলে আমরা বেশ কিছুদিন আগেই যাচ্ছি বলা যায়। আমরা যথাযথ অনুশীলন করতে পারব আশা করি। নিউজিল্যান্ডে এর আগেও গিয়েছিলাম। কন্ডিশন সম্পর্কে আমার একটু ধারণা আছে। যত দ্রুত মানিয়ে নিয়ে ভালো করা যায়, সেই চেষ্টা করব। আমরা এখন যারাই যাচ্ছি আগে থেকে আমাদের প্রস্তুতিটা যেন ভালো থাকে, মানিয়ে নিতে পারি।’

বিপিএলের প্রস্তুতিটা কেমন কাজে দেবে? মিরাজ বলেন, ‘আমরা টি-টোয়েন্টি ফরম্যাট খেলে নিউজিল্যান্ড যাচ্ছি। টি-টোয়েন্টিতে কীভাবে রানরেট বাড়াতে হয়, ঝুঁকি নিতে হয়, এগুলো ওয়ানডে ফরম্যাটে আমাদের কাজে লাগবে। যেমন শেষের দিকে ছয়-সাত করে রান লাগলে কীভাবে রানটা করতে হবে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে শেখার আছে। আমি চেষ্টা করব ওইভাবে খেলার জন্য, ভালো করার জন্য।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads