• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাশরাফি-সাকিবদের চ্যালেঞ্জের মিশন

মাশরাফি বিন মোর্তজা

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

নিউজিল্যান্ড সফর

মাশরাফি-সাকিবদের চ্যালেঞ্জের মিশন

মাশরাফিসহ পাঁচ ক্রিকেটার যাচ্ছেন আজ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০১৯

ওয়ানডেতে জয়ের রেকর্ড আছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু টেস্টে নেই জয়ের ছিটেফোঁটাও। একই অবস্থা টি-টোয়েন্টিতেও। দুঃসহ ব্যাপার হলো, নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত জয়ের স্বাদই পায়নি বাংলাদেশ। আর সেটা ক্রিকেটের যেকোনো ভার্সনেই। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে এমন পরিসংখ্যান গায়ে কাঁটা দিতে পারে টাইগার শিবিরে। তবে পেছনের দিকে তাকাচ্ছে না টিম টাইগার্স। বাংলাদেশের ইংলিশ কোচ স্টিভ রোডস এবার জোর দিয়েই বলেছেন, এই সফরে কিছু ম্যাচ জিততে চান তিনি। আর তা হলে নতুন উচ্চতায় পৌঁছাবে দেশের ক্রিকেট। এটা নিশ্চিত।   

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব আছে বাংলাদেশের। কিন্তু নিউজিল্যান্ডে গেলেই কেন জানি খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। খেলতে পারে না নিজেদের স্বাভাবিক খেলা। তবে এর পেছনে কারণও আছে। আর তা হলো নিউজিল্যান্ডের বিরূপ আবহাওয়া। প্রচণ্ড ঠান্ডা আর বাতাসে স্পিনাররা ঠিকঠাক মতো নিজেদের মেলে ধরতে পারে না। কাজে দেয় পেসারদের বোলিং। তাও জোরে বল করতে পারেন যারা। সেদিক থেকে নিউজিল্যান্ডের পেসাররাই সব সময় রাজত্ব করে আসছে। সফরকারী শিবির হাঁসফাঁস করতে থাকে নিদারুণ ব্যর্থতায়।

পরিসংখ্যানে চোখ বুলালে সব স্পস্ট হবে। নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডেতে ৩১ বারের মোকাবেলায় বাংলাদেশের জয় ১০টি। হার ২১টি। নিউজিল্যান্ডের মাটিতে হয়েছে মোট ১০ ম্যাচ। যেখানে সবগুলোতেই হেরেছিল বাংলাদেশ। টেস্টের অবস্থা আরো করুণ। ১৩ বারের মোকাবেলায় হার ১০টি, ড্র তিনটি। এর মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ খেলেছে সাতটি টেস্ট। হারতে হয়েছে সবগুলোয়ই। টি-টোয়েন্টিতে দুই দল মোকাবেলা করেছে সাতটি ম্যাচে। হার প্রত্যেকটিতে। এর মধ্যে তিন হার নিউজিল্যান্ডের মাটিতে। হিসাব পরিষ্কার, এবারের নিউজিল্যান্ড সফরও কঠিন হবে বাংলাদেশের। এক দুটি জয় আসলে তাই হবে সাফল্যে মোড়া। যদিও এই সফরে বাংলাদেশ খেলবে না টি-টোয়েন্টি ম্যাচ। হবে শুধু তিন ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ।

গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের আট ক্রিকেটার নিউজিল্যান্ডে পৌঁছেছে। গতকাল শুক্রবার গেছেন চার জন ক্রিকেটার। মাশরাফি-সাকিবসহ বাকিরা রওনা দেবেন আজ। টেস্ট দলের ক্রিকেটারদের যাওয়ার কথা ছিল আরো কয়দিন পর। কিন্তু ওয়ানডে দলকে সঙ্গ দিতে দুজনকে যেতে হচ্ছে আগেই। গতকাল সকালে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন মুমিনুল হক ও সাদমান ইসলাম। টেস্ট দলের এই দুজনের সঙ্গে গেছেন ওয়ানডে স্কোয়াডে থাকা শফিউল ইসলাম ও মোহাম্মদ মিঠুনও। মুমিনুল-সাদমানকে আগে যেতে হচ্ছে মূলত প্রস্তুতি ওয়ানডের জন্য। রোববার এক দিনের প্রস্তুতি ম্যাচটি হবে লিঙ্কনে। গত বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে যাওয়া রংপুর রাইডার্সের শফিউল ও মিঠুন দলে যোগ দিলেও মোট ক্রিকেটার হয় ১০ জন। প্রস্তুতি ম্যাচের একাদশ গড়াই দায়। টেস্ট দলের মুমিনুল ও সাদমানকে তাই নেওয়া হয়েছে আগে।

প্রস্তুতি ম্যাচ খেলে ওয়ানডে দল চলে যাবে প্রথম ওয়ানডের ভেন্যু নেপিয়ারে। মুমিনুল ও সাদমান ক্রাইস্টচার্চে থেকে অনুশীলন করবেন। ১৫ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে টেস্ট দলে থাকা অন্যরা। ওয়ানডে সিরিজ শেষ হবে ২০ ফেব্রুয়ারি। ততদিন ক্রাইস্টচার্চে থেকে অনুশীলন করবে টেস্ট দলের ক্রিকেটাররা।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সহ-অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন ঢাকা ছাড়বেন আজ। তারা দলের সঙ্গে যোগ দেবেন সরাসরি নেপিয়ারে।

ওয়ানডের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাঈম হাসান, শফিউল ইসলাম, সাব্বির রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads