• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি

ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি

ছবি : ইন্টাারনেট

ক্রিকেট

ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০১৯

ইতিহাসের পুনরাবৃত্তি হয়নি। অনুমিতভাবে হার দিয়েই মিশন শুরু। নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। নেপিয়ারে এমন হারের পেছনে কোনো অজুহাত দাঁড় করাননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সরাসরি দায়ী করেছেন টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে। পাশাপাশি প্রস্তুতির ঘাটতিকেও টেনে এনেছেন সামনে।

নেপিয়ারে টস জিতেছিলেন মাশরাফি। আগে নিলেন ব্যাটিং। কিন্তু ৪২ রানে চার উইকেট হারানো বাংলাদেশ ম্যাচ থেকে যেন ছিটকে যায় তখনই। তারপরও শেষের দিকের ব্যাটসম্যানদের কল্যাণে বাংলাদেশ করতে পারে ২৩২ রান। খেলা হয়নি গোটা ৫০ ওভার। সাত বল বাকি থাকতেই প্যাকেট। জবাবে মার্টিন গাপটিলের সুস্থির সেঞ্চুরিতে নিউজিল্যান্ড জয় পায় ৮ উইকেটের ব্যবধানে। ৩৩ বল হাতে রেখে। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে কিউই শিবির। বাংলাদেশ শিবির বরাবরের মতো শঙ্কায় সিরিজ হার, অতঃপর হোয়াইটওয়াশ।

এমন হারের পেছনে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অন্তত এক সপ্তাহ সময় দরকার তাদের। তবে দেরিতে আসাকে হারের কারণ হিসেবে দেখাতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক। তিনি দুষলেন শুরুর বাজে ব্যাটিংকে।

তিনি বলেন, ‘ব্যাটিং আজকে ভুগিয়েছে আমাদের। আমরা শুরুতে অনেক বেশি উইকেট হারিয়েছি। ওরা ভালো বোলিং করেছে, তবে আমরা একটু বেশিই উইকেট হারিয়েছি। আমরা একটু দেরিতেই এসেছি নিউজিল্যান্ডে। এখানে মানিয়ে নিতে কমপক্ষে এক সপ্তাহ সময় প্রয়োজন। তবে এটা কোনো অজুহাত হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘ক্রাইস্টচার্চে জিতে সমতা ফেরাতে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে ব্যাটিং নিয়ে। শুরুতে আমরা এত উইকেট হারিয়ে ফেলতে পারি না। বোলিংয়েও আমাদের উন্নতি করতে হবে। আজকে আমরা খুব একটা ভালো বোলিংও করতে পারিনি।’

ব্যাটিং নিয়ে কাজ করার ব্যাপারটিও আছে। কিন্তু নিউজিল্যান্ড সফরে এসে তো পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সুযোগই বাংলাদেশের ক্রিকেটাররা পাননি। তিন ভাগে নিউজিল্যান্ড এসে ওয়ানডের প্রস্তুতি ম্যাচটা খেলতে হয়েছে দ্রুতই। ম্যাচটা যখন হচ্ছে, তখন বাংলাদেশ দলের একটি অংশ আকাশে, নিউজিল্যান্ডের পথে উড়োজাহাজে। কোনো মতে একটা একাদশ দাঁড় করিয়ে প্রস্তুতি ম্যাচটা খেলতে হয়েছে। মাশরাফি কোনো অজুহাত দেবেন না বলেও এই ব্যাপারটা তুলে ধরলেন, ‘এই কন্ডিশনে খেলাটা আমাদের জন্য একটু কঠিন। দেশের সঙ্গে সাত ঘণ্টার সময়ের পার্থক্য। কমপক্ষে এক সপ্তাহ আগে এখানে এলে ভালো হতো। কন্ডিশনের সঙ্গে ঠিকমতো খাপ খাওয়াতে পারতাম।’

আগামী শনিবার সিরিজে হার এড়ানোর লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে হবে ক্রাইস্টচার্চে। প্রথম ম্যাচ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হলেও দ্বিতীয় ম্যাচ শুরু হবে ভোর ৪টায়। কী অপেক্ষা করছে দ্বিতীয় ম্যাচে, তা সময়ই বলে দেবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads