• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আশাবাদী সাদমান

সাদমান

ছবি : সংগৃহীত

ক্রিকেট

আশাবাদী সাদমান

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০১৯

মূল ম্যাচ অর্থাৎ প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। প্রস্তুতি ম্যাচের ৮ দিন আগে গত ১৫ ফেব্রুয়ারি সাদমান ইসলামসহ কয়েকজন পা রাখেন নিউজিল্যান্ডে। তারা পেয়েছেন মানিয়ে নেওয়া ও অনুশীলনের ভালো সুযোগ। বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান সাদমানের ধারণা, সেটিই কাজে লেগেছে প্রস্তুতি ম্যাচে। বাঁহাতি ওপেনারের আশা, প্রস্তুতি ম্যাচে নিজের ও দলের এই পারফরম্যান্স দেখা যাবে স্বাগতিকদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটিং খুব সুবিধা না করতে পারলেও টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ভালো হয়েছে ব্যাটিং। দুই দিনের ম্যাচের প্রথম দিন গতকাল শনিবার লিংকনে বাংলাদেশ তুলেছে ৪১১ রান। দলের সর্বোচ্চ ৬৭ এসেছে সাদমানের ব্যাট থেকে। প্রথম দিনের খেলাশেষে সাংবাদিকদের মুখোমুখি হন সাদমান। তিনি বলেন, ‘আজকে ব্যাটিংয়ে খুব ভালো আত্মবিশ্বাস এসেছে যে কীভাবে খেলতে হবে এখানে। উইকেট কেমন হবে, ধারণা হয়েছে। দলের সবাই খুব ভালো ব্যাটিং করেছে। ওদের পেস বোলার যাদের খেলেছি, সবাই ভালো বোলিং করে। গতিময় বোলারদের খেলেই আমরা রান করেছি।’

সামদান বলেন, ‘আজকে যেভাবে ব্যাটিং করেছে পুরো দল, মূল ম্যাচেও এভাবে করতে পারলে বড় একটি স্কোর গড়তে পারব। আজকে প্যাশন নিয়ে ব্যাট করেছে সবাই। আশা করি টেস্টেও এভাবে খেলতে পারব সবাই।’

নিবিড়ভাবে অনুশীলনের সুযোগ পাওয়ায় সাদমানের ধারণা, সেটির প্রতিফলন পড়েছে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে। ‘আমাদের অনুশীলনের সময় অনেক বাতাস ছিল। এখানে সবাই বলেছে যে হ্যামিল্টন-ওয়েলিংটনে টেস্ট খেলতে হলে বাতাসে মানিয়ে নিতেই হবে। ৮ দিন আগে এসেছি আমি, অনুশীলন করেছি। আমাদের ব্যাটিং কোচ বলে দিয়েছেন কীভাবে বাতাসে মানিয়ে নিতে হয়। বলেছেন একটু দেরিতে খেলতে, বল শরীরের কাছে থেকে খেলতে। আমি আজকে চেষ্টা করেছি সেভাবেই খেলতে।’

২৩ বছর বয়সী সাদমান জানান, ‘ব্যাটিং কোচ টেকনিক্যালি যেভাবে বলেছেন, যা দেখিয়ে দিয়েছেন, সেভাবেই করার চেষ্টা করেছি। একদম শেষ পর্যন্ত বল দেখে খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে যে, আগে আসার কারণে মানিয়ে নিতে পেরেছি আমি। চেষ্টা করব মূল ম্যাচেও এভাবে খেলতে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads