• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
তামিমের কণ্ঠে আক্ষেপ

তামিম ইকবাল

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

তামিমের কণ্ঠে আক্ষেপ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০১ মার্চ ২০১৯

বিরুদ্ধ কন্ডিশন, সবুজাভ উইকেটে আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ, প্রতিপক্ষের দারুণ পেস আক্রমণ- চোখ রাঙানি ছিল অনেক কিছুর। সব সামলে তামিম ইকবালের সৌজন্যে বাংলাদেশের শুরুটা হলো দুর্দান্ত। কিন্তু বাজে শটের প্রতিযোগিতায় আশা জাগানিয়া শুরু শেষ হলো হতাশায়। গতকাল বৃহস্পতিবার হ্যামিল্টন টেস্টের প্রথম দিন শেষে সেই আক্ষেপ দিনের নায়ক তামিমের কণ্ঠে।

ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিকে পাত্তা না দিয়ে প্রথম ১০ ওভারেই ৫৩ রান তুলেছিল বাংলাদেশ। শুরুটাকে কাজে লাগাতে না পারায় গোটা দলই হতাশ- দিন শেষে বললেন তামিম। ‘সত্যি কথা বলতে, এই ধরনের কন্ডিশনে আমাদের এমন শুরু পাওয়া স্বপ্নের মতো ব্যাপার। সাধারণত প্রথম দিনে, সবুজ উইকেটে, শুরুতেই ২-৩ উইকেট পড়ে যায় আমাদের। অনেকবার হয়েছে এমন। আজ এত সুন্দর শুরুর পরও কাজে লাগাতে না পারা হতাশার। এমন নয় যে আমি সেঞ্চুরি করেছি বলেই এমনটা বলছি। বাকি যারা আছে ড্রেসিং রুমে, সবাই হতাশ। কারণ এত ভালো শুরু হয়েছিল।’

তামিম কিউই পেসার ওয়াগনারকে দারুণ খেলেছেন। তবে অন্যদের না পারায় প্রতিপক্ষের সাফল্যের চেয়ে নিজেদের ভুলকে বড় করে দেখছেন তিনিও। ওয়াগনারের বিপক্ষে নিজের সাফল্যের পথটাও জানালেন। ‘যদি আমাদের আউটগুলো দেখেন, খুব ভালো বলে কিন্তু আমরা আউট হইনি। কম-বেশি ওদের যা পরিকল্পনা ছিল, আমরা সেই পরিকল্পনাকে সফল করে দিয়েছি। ভুল শট খেলে আউট হয়েছি আমরা। সব ব্যাটসম্যানেরই নিজের পরিকল্পনা থাকা উচিত। আমার মনে হয়, আমরা ভালো করতে করতে হুট করে ভুল করে ফেলেছি। ওয়াগনার কীভাবে বল করে, আমরা সবাই জানি। আজকে নয়, গত দুই-চার-পাঁচ বছর ধরে একই কাজ করছে। ওকে কীভাবে সামলাব, এটা পুরোই নিজের ব্যাপার। অনেকেই পুল খেলতে পছন্দ করে। অনেকে ‘ডাক’ করে। আমার যেমন মনে হয়ে, ‘ডাক’ করাই ভালো, সেটাই করে গেছি।’

তামিম জানালেন, নিজের পরিকল্পনা স্পষ্ট ছিল বলেই সফল হয়েছেন। আবারো আক্ষেপ করলেন দলের জন্য। ‘একটি পরিষ্কার পরিকল্পনা ছিল আমার। পরিকল্পনা হলো, যদি জায়গা মেলে, যদি মারার বল পাই, তাহলে শট খেলার চেষ্টা করব বিশ্বাস নিয়ে। সৌভাগ্যবশত শুরুতেই কিছু বাউন্ডারি পেয়ে যাই। এরপর নিজের চাওয়ামতো ব্যাট করে গেছি। উইকেট ছিল দারুণ, সবুজাভ হলেও বল খুব বেশি কিছু করেনি। আমাদের উচিত ছিল এর চেয়ে অনেক বেশি রান করা। দিনশেষে নিজেদেরই দায় নিতে হবে। সারা দিন ব্যাট করলে হয়তো সাড়ে তিনশ-চারশ রান করে ফেলতাম আমরা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads