• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
তামিমকে ছুঁলেন সৌম্য

সৌম্য সরকার

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

তামিমকে ছুঁলেন সৌম্য

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৪ মার্চ ২০১৯

বাংলাদেশের হার্ডহিটার তামিম ইকবালের মতোই ব্যাটিং চরিত্র সৌম্য সরকারের। তার একটা প্রমাণ দিলেন সৌম্য তামিমের রেকর্ডের পাশে নিজের নামটি বসিয়ে। সৌম্যর রান তখন ৯২ বলে ৯৯। হাতছানি রেকর্ডের। কিন্তু নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির শর্ট বলটি ঠিকমতো খেলতে পারলেন না। এলো না রান। গড়া হলো না রেকর্ডও। তবে রেকর্ড ছোঁয়ার সুযোগটি হাতছাড়া করলেন না সৌম্য। পরের বলেই সিঙ্গেল নিয়ে রেকর্ড বইয়ে বসলেন তামিম ইকবালের পাশে।

টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন যৌথভাবে এই দুজনের। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন গতকাল রোববার সকালে ৯৪ বলে সেঞ্চুরিতে তামিমের কীর্তি ছুঁয়েছেন সৌম্য। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে স্মরণীয় সেই ইনিংসের পথে তামিম রেকর্ড গড়েছিলেন ৯৪ বলে সেঞ্চুরি করে।

সৌম্য দিন শুরু করেছিলেন ৫১ বলে ৩৯ রান নিয়ে। দিনের শুরুর দিকেই ট্রেন্ট বোল্টের এক ওভারে চার ও ছক্কায় ফিফটি স্পর্শ করেন ৬০ বলে। চোখধাঁধানো সব পুল-হুক-ড্রাইভে পরের ফিফটিতে লেগেছে মাত্র ৩৪ বল। সেঞ্চুরির পথে শেষদিকে বেশ দ্রুত এগিয়েছেন সৌম্য। আশিতে পৌঁছেছেন নিল ওয়াগনারকে হুক করে ছক্কায়। নব্বই পেরিয়েছেন টড অ্যাস্টলকে বেরিয়ে এসে মাথার ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে। ৯৫ থেকে সাউদির বলে নান্দনিক অফ ড্রাইভে ৯৯। এরপরই সেই বল, যেটিতে রান নিতে না পেরে রেকর্ডটি একার করে নিতে পারেননি। সেঞ্চুরির পরও সৌম্য খেলছিলেন দুর্দান্ত। শেষ পর্যন্ত আউট হয়েছেন ১৭১ বলে ১৪৯ করে।

তামিম-সৌম্যর পরে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি মুমিনুল হকের। সেটিও নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১৩ সালে চট্টগ্রামে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে ১৮১ রানের ইনিংসের পথে মুমিনুল সেঞ্চুরি করেছিলেন ৯৮ বলে। রেকর্ডে পরের দুটিতে নাম আবারো তামিমের। ২০১০ সালের সেই ইংল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে বাঁহাতি ওপেনার সেঞ্চুরি করেছিলেন ১০০ বলে। চলতি হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রানের ইনিংসের পথে তামিম আবার সেঞ্চুরি ছুঁয়েছেন ১০০ বলে।

দ্রুততম টেস্ট সেঞ্চুরির বিশ্বরেকর্ড ব্রেন্ডন ম্যাককালামের। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক সেঞ্চুরি করেছিলেন মাত্র ৫৪ বলে। ক্রাইস্টচার্চে সেদিন ৭৯ বলে ১৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ম্যাককালাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads