• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
‘আমাদের আত্মবিশ্বাস বেড়েছে’

মিশন এবার ওয়েলিংটন। যেখানে হবে দ্বিতীয় টেস্ট। গতকাল হ্যামিল্টন থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে মোস্তাফিজ, সৌম্য, মিরাজরা    

ছবি : বিসিবি

ক্রিকেট

‘আমাদের আত্মবিশ্বাস বেড়েছে’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৬ মার্চ ২০১৯

প্রথম টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে। তবে হ্যামিল্টনের ওই টেস্টের প্রথম ইনিংসে ভরাডুবির পর দ্বিতীয় ইনিংসে কিছুটা হলেও প্রতিরোধ ছিল বাংলাদেশের। তামিম ইকবাল-সাদমান ইসলামের ভালো শুরুর পর সৌম্য-মাহমুদউল্লাহর জোড়া সেঞ্চুরিতে স্কোরবোর্ড ছাড়ায় চারশ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ৪২৯ রান। ফলে ম্যাচে হারলেও ওই ইনিংসে আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন ওপেনার সাদমান ইসলাম। 

গতকাল মঙ্গলবার দ্বিতীয় টেস্টের ভেন্যু ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে নেমে সাদমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সাদমান বলেন, ‘হ্যামিল্টনে দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়িয়েছি। চেষ্টা করব ওয়েলিংটন টেস্টে সেই ধারাটা অব্যাহত রাখতে। আশা করি, ব্যাটসম্যানরা সবাই বুঝতে পেরেছে, প্রতিপক্ষ বোলারাদের বিপক্ষে কোন কোন পরিকল্পনা নিয়ে ব্যাটিং করতে হবে।’

যদিও হ্যামিল্টনের মতো একই ধরনের উইকেট ওয়েলিংটনে হবে না। বাংলাদেশের জন্য নতুন করে দুশ্চিন্তা ওয়েলিংটনের বাড়তি বাতাস। যদিও ২০১৬-১৭ মৌসুমের সফরে ওয়েলিংটনে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সে ম্যাচে লড়াইটা বেশ ভালোই করে বাংলাদেশ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে এই মাঠে সাকিব আল হাসান (২১৭) ও মুশফিকুর রহিমের (১৫৯) ৩৫৯ রানের রেকর্ড জুটি। যার ওপর ভর করে বাংলাদেশ গড়ে ৫৯৫ রানের বিশাল সংগ্রহ। তবে তরুণ ক্রিকেটার সাদমান ইতিহাস ঘাঁটতে রাজি নন। তার কাছে নিকট অভিজ্ঞতাই বেশি গুরুত্ব পাচ্ছে। সাদমানের মতে, হ্যামিল্টনের দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার, মাহমুদউল্লাহদের লড়াইটা বেশি আত্মবিশ্বাস জোগাবে দলকে। ‘ওয়েলিংটনের উইকেট আগের টেস্টের চেয়ে ভিন্ন থাকবে। তারপরও এই মুহূর্তে আমরা মানসিকভাবে ভালো অবস্থানে আছি। আশা করি এখানে আমরা ভালো লড়াই করতে পারব।’ আর মানসিকভাবে এগিয়ে থাকায় উইকেট নিয়ে খুব বেশি ভাবছেন না সাদমান, ‘ওয়েলিংটনের উইকেট আগের টেস্টের চেয়ে ভিন্ন থাকবে। তারপরও আমরা এই মুহূর্তে মানসিকভাবে ভালো অবস্থানে আছি। আশা করি এখানে আমরা ভালো লড়াই করতে পারব।’

প্রথম ইনিংসে নেইল ওয়াগনার ও দ্বিতীয় ইনিংসে ট্রেন্ট বোল্ট বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন। হ্যামিল্টনে ৭ উইকেট নেওয়া ওয়াগনার এককথায় ছিলেন ভয়ঙ্কর। বডিলাইন তাক করে বোলিং করা ওয়াগনারকে খেলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সাদমান জানান, ‘ওয়াগনারকে প্রথমবারের মতো খেলেছি। প্রথম টেস্টে খেলার অভিজ্ঞতা দ্বিতীয় টেস্টে কাজে লাগবে। তামিম-সৌম্য ভাইয়ের ব্যাটিং দেখে আমরা শিখেছি, কীভাবে ব্যাটিং করতে হবে। আশা করি কাজে লাগবে এই অভিজ্ঞতা।’

হ্যামিল্টনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে একেবারে শূন্য হাতে ফেরেননি সাদমান। প্রথম ইনিংসে ২৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ২৭ রানের ইনিংস। তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ আছে সাদমানের। ওয়েলিংটনে তাই ইনিংস লম্বা করার লক্ষ্য এই তরুণের, ‘আমি বেসিক প্ল্যানের ওপর থাকার চেষ্টা করেছি। চেষ্টা করব পরের ম্যাচে যেন সেট হয়ে লম্বা ইনিংস খেলতে পারি।’

তরুণ সাদমানের মতো আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামলে বাংলাদেশ দলের বাকি খেলোয়াড়রা নিশ্চয়ই প্রথম টেস্টের মতো হতাশ করবেন না সমর্থকদের। হার-জিত থাকবেই। তবে লড়াকু মনোভাব যেকোনো ফলাফল এনে দিতে পারে। নিউজিল্যান্ড প্রথম টেস্টে জিতেছে বলেই যে দ্বিতীয় টেস্টে জিতে যাবে, তেমনটি ভাবা উচিত নয়। আর এই ভাবনাটা থাকতে হবে খেলোয়াড়দের মনে। আগামী শুক্রবার ওয়েলিংটন টেস্ট মাঠে গড়াবে। তিন টেস্টের সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত কবে ক্রাইস্টচার্চে আগামী ১৬ মার্চ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads