• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বৃষ্টিত দ্বিতীয় দিনেও টস হয়নি

বৃষ্টিতে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনেও টস হয়নি

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

ওয়েলিংটন টেস্ট

বৃষ্টিত দ্বিতীয় দিনেও টস হয়নি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ মার্চ ২০১৯

শেষ পর্যন্ত ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় এই টেস্টের দুই দিন হয়ে গেলেও টস পর্যন্ত হয়নি। প্রথম দিন খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ শনিবারও একই ঘটনা ঘটল। তবে আশার দিক হলো আগামীকাল রবিবার আবহাওয়া ভালো থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস সূত্র।

ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, আগামীকাল তৃতীয় দিনে তাই আধা ঘণ্টা আগেই শুরু হবে খেলা।

উল্লেখ্য, হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাছাড়াও চলতি সফরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় স্বাগতিকরা। তাই হ্যামিল্টনে টেস্ট ম্যচের দ্বিতীয় টেস্টকে কাজে লাগাতে চেয়েছিল বাংলাদেশ। তবে প্রথম দু’দিনে বল মাঠে না গড়ানোয় তা আর সম্ভব হয়নি।

আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে আর চলমান টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ক্রাইস্টচার্চে আগামী ১৬ মার্চ শুরু হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads