• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
রোনালদো ছাড়াই বড় জয়

দুই গোল করে কিন বনে যান জুভেন্টাসের নায়ক

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

রোনালদো ছাড়াই বড় জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ ২০১৯

ইতালির প্রধান ফুটবল লিগ সিরি-এর শিরোপা ধরে রাখার পথে আরো একধাপ এগিয়ে গেছে জুভেন্টাস। মোইজে কিনের জোড়া গোলে উদিনেজকে হারিয়েছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

নিজেদের মাঠে শুক্রবার রাতে সিরি-এর ম্যাচটিতে নিয়মিত একাদশের অনেককে ছাড়া খেলতে নেমেও ৪-১ গোলের বড় ব্যবধানে জিতে যায় জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা ন্যাপোলির চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে গেছে টানা সাতবারের চ্যাম্পিয়নরা।

ক্রিশ্চিয়ানো রোনালদো ও পাওলো দিবালাদের অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়ে জ্বলে ওঠা কিন প্রথমার্ধে দুইবার বল জালে পাঠান। দ্বিতীয়ার্ধে শিরোপাধারীদের বাকি দুই গোল করেন এমরে কান ও ব্লেইস মাতুইদি।

১১ মিনিটে বাঁ দিক থেকে অ্যালেক্স সান্দ্রোর দারুণ ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন কিন। আর ৩৯ মিনিটে মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বাঁ দিক দিয়ে দ্রুত এগিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ইতালিয়ান এই ফরোয়ার্ড।

জুভেন্টাসের যুব প্রকল্প থেকে উঠে আসা ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের চলতি মৌসুমে লিগে মোট গোল হলো চারটি। ৬৮ মিনিটে জার্মান মিডফিল্ডার কিনের স্পট কিকে ব্যবধান বাড়ায় জুভেন্টাস। আবারো দারুণ ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে পড়া কিন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর ৭১ মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুরের ক্রসে নিচু হয়ে নেওয়া হেডে স্বাগতিকদের চতুর্থ গোলটি করেন ফরাসি মিডফিল্ডার মাতুইদি। ৮৪ মিনিটে কোনাকুনি শটে অতিথিদের একমাত্র গোলটি করেন ইতালিয়ান ফরোয়ার্ড কেভিন লাজানিয়া।

আসরে এখন পর্যন্ত অপরাজিত জুভেন্টাস ২৭ ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা ন্যাপোলির পয়েন্ট ৫৬।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে আটলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে জুভেন্টাস। প্রথম পর্বে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হারায় আসছে ম্যাচটি স্বাগতিকদের জন্য হতে যাচ্ছে বাঁচা-মরার লড়াই।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads