• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শেষ টেস্টেও নেই সাকিব

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

ছবি : সংগৃহীত

ক্রিকেট

শেষ টেস্টেও নেই সাকিব

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১১ মার্চ ২০১৯

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ইনজুরিমুক্ত হওয়ার পুনর্বাসন প্রক্রিয়া চলছে বেশ জোরেশোরে। তিনি নিয়মিত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শারীরিক অনুশীলন করে যাচ্ছেন। শনিবারও ঘণ্টা দুয়েক নিজের ফিটনেস ফিরে পাওয়ার জন্য ঘাম ঝরিয়েছেন। এতদিন একটা গুঞ্জন ছিল, নিউজিল্যান্ডের মাটিতে চলমান টেস্ট সিরিজের শেষ ম্যাচটা খেলবেন তিনি। তবে আপাতত এটা হচ্ছে না। কারণ, পুরোপুরি ফিটনেস ফিরে পেয়ে ব্যাট হাতে নিতেই আগামী ১২ মার্চ হয়ে যাবে। এই তারিখটা পেছাতেও পারে।

এ অবস্থায় নিউজিল্যান্ডে যাওয়া হয়তো তাই আর সম্ভব হবে না। ক্রাইস্টচার্চে তৃতীয় ও সিরিজের শেষ টেস্ট শুরু হবে আগামী ১৬ মার্চ। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত তার সুস্থতার দিকেই জোর দিচ্ছেন প্রধান নির্বাচকরা। এমনকি ফিটনেস ফিরে পেয়ে যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) সাকিব অংশ নেন সেখানেও কোনো আপত্তি নেই তাদের।

নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন সাকিবের প্রতি আস্থা রেখে বলেন, ‘সাকিব বাংলাদেশ দলে খেলছে প্রায় ১৫ বছর। আমার মনে হয় না তাকে গ্রুমিং করার জন্য (আইপিএল থেকে) আগে আগেই নিয়ে আসার দরকার আছে। ও বাংলাদেশ দলের সঙ্গে অনেক দিন ধরেই আছে, এই গ্রুপটাই অনেক দিক ধরে আছে। এখানে এটা আইপিএল বা থার্ড টেস্টের বিষয় নয়। এটা ফিটনেসের বিষয়। ও খেলার জন্য কতখানি প্রস্তুত, কোন খেলার জন্য প্রস্তুত? এখন আইপিএল বা তৃতীয় টেস্ট ম্যাচ আমাদের মাথায় নেই। ওর সুস্থতা আমাদের কাছে মূল বিবেচনার বিষয়।’

নির্বাচকরা এখন সাকিবের সুস্থ হয়ে ওঠার দিকেই বেশি জোর দিচ্ছেন। হাবিবুল বাশার সুমন বলেন, ‘ও যদি সুস্থ থাকে থার্ড টেস্ট খেলার মতো, তাহলে থার্ড টেস্ট খেলবে। আর যদি আইপিএল খেলার মতো সুস্থ হয় তাহলে আইপিএল খেলবে। এসব নিয়ে চিন্তা করছি না। তার সুস্থতাই আমাদের কাছে মূল বিষয়। দেখুন, যখন বাংলাদেশ দল খেলবে, তখন (ফিট থাকলে) অবশ্যই সে বাংলাদেশ দলের হয়ে খেলবে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads