• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
‘বিশ্বকাপে কাউকে ভয় পাই না’

আফগানিস্তানের স্পিন কিং রশিদ খান

সংগৃহীত ছবি

ক্রিকেট

‘বিশ্বকাপে কাউকে ভয় পাই না’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৯

আফগানিস্তান স্পিন কিং রশিদ খান বলেছেন, আগামী মে মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তার দল কাউকে ভয় পায় না। উঠতি ক্রিকেট জাতি হিসেবে স্বীকৃতি পাওয়া দল আফগানিস্তান। প্রথম টেস্ট জয়ে দলের অন্যতম নায়ক এই রশিদ। সংক্ষিপ্ত ভার্সনে বিশ্বের অন্যতম শীর্ষ বোলার রশিদ বলেন, কেবলমাত্র দ্বিতীয় টেস্টেই আয়ারল্যান্ডকে হারানোর পর আফগানিস্তানের আত্মবিশ্বাস বেড়ে গেছে।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের মেধা আছে। আমাদের দক্ষতা আছে। এশিয়া কাপে আমরা পুরোপুরি ভিন্ন ধরনের ক্রিকেট খেলেছি এবং প্রমাণ করেছি আমরা যেকোনো দলকে হারাতে পারি।’ তিনি বলেন, ‘একমাত্র বিষয় হচ্ছে তোমার দক্ষতায় বিশ্বাস রাখা। বড় ম্যাচে শুধুমাত্র নিরুদ্বেগ থাকো এবং তোমার খেলাটা উপভোগ করো এবং বিশ্বকাপে আমাদের এমন থাকাটাই উচিত হবে।’

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ২০০৯ সালে ওয়ানডে এবং ২০১৭ সালে টেস্ট মর্যাদা লাভ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads