• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ত্রিশে পা তামিমের

তামিম ইকবাল

সংগৃহীত ছবি

ক্রিকেট

ত্রিশে পা তামিমের

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৯

বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেট তারকা তামিম ইকবাল গতকাল ত্রিশ বছরে পা রেখেছেন। বাংলাদেশের অনেক জয়ের নায়ক, উজ্জ্বলতম নক্ষত্র তামিম ১৯৮৯ সালের ২০ মার্চ চট্টগ্রামের কাজীর দেউরির খান পরিবারে জন্ম নেন।

২০০৭ সালে ওয়ানডে ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। নিজেকে ক্রিকেট বিশ্বে পরিচিত করে তুলতেও খুব বেশি সময় নেননি। সে বছরই ভারতের বিশ্বকাপ স্বপ্ন ভাঙে একপ্রকার তামিমের ব্যাটেই। ভারতের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ৫১ রান। বাংলাদেশ পায় জয়। ভারত ছিটকে যায় বিশ্বকাপের আসর থেকে। একই বছর টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে গেলেও পরের বছর অভিষেক হয় সাদা পোশাকে।

তার ক্যারিয়ারের পাতা হাতড়ে পাওয়া যায় এমন অনেক বীরোচিত ইনিংসের খোঁজ। ২০১০ সালে লর্ডসে খেলা তার সেই ১০৩ রানের গৌরবোজ্জ্বল ইনিংস এর মধ্যে অন্যতম। ইংরেজদের মাঠে ক্রিকেটের তীর্থভূমিতে তাদের ওপর স্টিম রোলার চালিয়ে ৯৪ বলে তুলে নেন সেঞ্চুরি, যা ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। সেই সেঞ্চুরির পর তার সেই উদযাপন এখনো বাংলাদেশ ক্রিকেট ভক্তদের উদ্বেলিত করে।

দেশের হয়ে এখন পর্যন্ত ৫৮ টেস্টে ৪৩২৭ এবং ১৮৯ ওয়ানডেতে ৬৪৬০ রানের মালিক ক্রিকেটার তামিম। ৭৫ টি-টোয়েন্টিতে মোট রান ১৬১৩। মুশফিকুর রহিমের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে দ্বিশতক করেন তামিম ইকবাল।

তামিমকে আইসিসির শুভেচ্ছা : একজন বাংলাদেশি ক্রিকেটারের লর্ডসের অনার্স বোর্ডে নাম। একজন বাংলাদেশি ক্রিকেটারের নামের পাশে ১২,৪০০ আন্তর্জাতিক রান। ভক্ত-সমর্থক, সতীর্থ, পরিবারের শুভেচ্ছা বার্তায় ভাসছেন দেশসেরা ওই ওপেনার। এদিকে তাকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। গতকাল বুধবার এক বার্তায় তামিমকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছে- ‘১২,৩০০ আন্তর্জাতিক রান। ২১টি আন্তর্জাতিক সেঞ্চুরি। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যার তিন ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে। শুভ জন্মদিন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক ও তারকা ওপেনার তামিম ইকবাল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads