• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মধুর সমস্যায় সুজন

খালেদ মাহমুদ সুজন

ছবি : সংগৃহীত

ক্রিকেট

মধুর সমস্যায় সুজন

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০১৯

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে এগোচ্ছে আবাহনী। সাত ম্যাচের ছয়টিতেই জয় দলটির। হারতে হয়েছে একটি। সব মিলিয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান আবাহনীর। এর পেছনে রহস্য সবারই জানা। এই দলে রয়েছে তারকা খেলোয়াড়ের সমাহার। ফলে সেরা একাদশ গঠন করতেই নাকি গলদঘর্ম হতে হয় কোচ খালেদ মাহমুদ সুজনের।

তিনি বলেন- ‘অবশ্যই, যেই রকম টিম, বেস্ট ইলেভেন দাঁড় করানোটাই মুশকিল হয়ে যায়। যদিও বিভিন্ন ইনজুরির কারণে আমি এখনো অতটা চাপে পড়িনি। যেমন মিঠুন খেলতে পারেনি, রুবেল খেলতে পারেনি। যখন সবাই ফিট হয়ে ফিরবে তখন চ্যালেঞ্জ হয়ে যাবে। তবে সত্যি কথা বলতে, আবাহনী যেরকম টিম, সেই হিসেবে মনমতো পারফরম্যান্স পাইনি এখনো। আবাহনীর খেলোয়াড়দের নামগুলো যদি দেখেন, অলমোস্ট ন্যাশনাল টিমই বলা চলে। আমরা কিন্তু উত্তরার সঙ্গে ছাড়া কোনো ম্যাচে ওইভাবে স্বস্তিতে জিততে পারিনি। জিতেছি ম্যাচ, টাফ হয়েছে। তবে এটাও ভালো যে, চ্যালেঞ্জের মুখে পড়েছি। শেষ ম্যাচে মাশরাফির পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তারপরও আবাহনীর যেভাবে জেতা উচিত ওইভাবে জিততে পারিনি। টোটাল টিম পারফরম্যান্স যেটা হয় সেটা হয়নি এখনো। আমি আশা করি ছেলেরা জ্বলে উঠবে।’

চলমান লিগে আবাহনী ছড়ি ঘোরাচ্ছে রীতিমতো। এর পেছনে দলের দারুণ কম্বিনেশনকে সামনে আনলেন সুজন। তার মতে, ‘অবশ্যই। আপনি যদি দেখেন, টপ অর্ডারে সৌম্য, অমি, তিনে ওয়াসিম, মোসাদ্দেক-শান্ত আছে পরে। সাব্বির আছে। মিঠুনকে আমরা মিস করছি দুই ম্যাচ ধরে, সাতে সাইফউদ্দিন, আটে মিরাজ। টপ অর্ডার, মিডল অর্ডার... মিডল অর্ডার যদি দেখেন, আমাদের মিডল অর্ডার সবচেয়ে বেস্ট আমি মনে করি। চার থেকে আট পর্যন্ত এতগুলো ব্যাটসম্যান, ওই টিমের তো আসলে রুথলেসভাবেই জেতা উচিত। বোলিংয়ে আমাদের দেশসেরা সব ফাস্ট বোলার- সাইফউদ্দিন, রুবেল, মাশরাফি। স্পিনে সানজামুল, অপু, মিরাজ। সত্যি কথা বলতে, প্রায় ন্যাশনাল টিমের মতোই। সেই টিমের আসলে রুথলেসভাবেই জেতা উচিত।’

টিমের ইনজুরি প্রসঙ্গে সুজন বলেন, ‘সবাই প্রায় ঠিক। রুবেল রিকভারড ওয়েল। মিঠুনও ভালোর পথে। তারপরও এখনো অনেক খেলা বাকি। আমি চাই যে ১০০ শতাংশ ফিট হয়ে ফিরুক ওরা। ইনজুরি যদি ছোট থেকে বড় হয় তাহলে সমস্যা। আজকে দুজনই প্র্যাকটিস করেছে ভালোই।’

আবাহনী পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও প্রাইম ব্যাংক ও রূপগঞ্জও আছে লড়াইয়ে। এই দল দুটির পয়েন্টও ১২। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আবাহনী। সব মিলিয়ে জোর প্রতিদ্বন্দ্বিতার আভাস পাচ্ছেন সুজন। তিনি অবশ্য এমন বিষয়কে ইতিবাচকই দেখছেন। তিনি বলেন- ‘অবশ্যই, এমন প্রতিদ্বন্দ্বিতা থাকা তো অনেক গুরুত্বপূর্ণ। প্রাইম ব্যাংকও দারুণ টিম। রূপগঞ্জও ভালো দল। যদিও আমরা রূপগঞ্জের সঙ্গে খেলিনি। প্রাইম ব্যাংকের সঙ্গে আমরা একটা ম্যাচ হেরেছি। ওই ম্যাচটায় আমরা শেষটা ভালো করতে পারিনি। দুই দলই দারুণ শক্তির। সবচেয়ে বড় কথা, মাঠে ভালো খেলছে। একটা কম্বিনেশন নিয়ে খেলছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads