• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বিশ্বকাপের আগে বিশ্রাম পাবেন মাশরাফিরা

বিশ্বকাপের আগে বিশ্রাম পাবেন মাশরাফিরা

ছবি : সংগৃহীত

ক্রিকেট

বিশ্বকাপের আগে বিশ্রাম পাবেন মাশরাফিরা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০১৯

ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকধারীর হামলায় অর্ধশতাধিক মানুষ হতাহতের ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। তাই সফরের শেষ টেস্ট না খেলেই দেশে ফিরে আসে বাংলাদেশ দল। এখন অনেকেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলছেন নিজেদের ক্রিকেটীয় প্রস্তুতি ঠিকঠাক রাখার জন্য।

আগামী ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপে দীর্ঘ ধকল রয়েছে ক্রিকেটারদের। কারণ ১ মে দেশ ছাড়বেন ক্রিকেটাররা বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য। সব মিলিয়ে প্রায় আড়াই মাসের ধাক্কা। এ কারণে ক্রিকেটাররা চাইলে প্রয়োজনে ত্রিদেশীয় সিরিজের পর বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

এছাড়া এবার ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও বিসিবি বেশ তৎপর। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ইতোমধ্যেই আয়ারল্যান্ড থেকে নিরাপত্তা পরিকল্পনা চাওয়া হয়েছে এবং বিশ্বকাপের আগে কয়েক দিন বিরতিতে ইংল্যান্ডেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাড়তি নিরাপত্তার আবেদন করেছে বিসিবি।

ব্যক্তিগতভাবে বিশ্বকাপ প্রস্তুতি ঠিকঠাকভাবে নেওয়ার জন্য আগেই বিসিবির কাছে বিশ্রাম চেয়ে নিয়েছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তারা খেলছেন না প্রিমিয়ার ক্রিকেট লিগ। তাছাড়া কাঁধের ইনজুরির কারণে মাহমুদউল্লাহ রিয়াদ ও ইনজুরি কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দেওয়ায় সাকিব আল হাসান খেলছেন না ডিপিএল। জাতীয় দলের নিয়মিত সদস্যদের বাকিরা এই লিগে খেলছেন। আগামী ২২ এপ্রিল থেকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। তারপর থেকেই মূলত আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ব্যস্ততা শুরু হয়ে যাবে। ৫ মে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল, সেজন্য ১ মে দেশ ছাড়বে। ১৭ মে এই সিরিজটি শেষ হবে। এরপর বিশ্বকাপের ব্যস্ততা। তাই আর দেশে ফেরা হবে না ক্রিকেটারদের। এজন্য দীর্ঘ এই ব্যস্ততার মধ্যেই জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার বিশ্রাম চাইছেন। ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ শেষে ইংল্যান্ডে পাড়ি জমাবে বাংলাদেশ দল। এরপর ইংল্যান্ডের লিচেস্টারে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে জাতীয় দল। দেড় মাস দীর্ঘ বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্পের সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চায় বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘আমি শুনেছি ক্রিকেটাররা বিশ্রামের ব্যাপারে চিন্তা করছে। তবে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। আমরা বুঝতে পারছি, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর অনেক লম্বা হবে। কারণ ইংল্যান্ড বিশ্বকাপ অনেক লম্বা সময় ধরে চলবে। যদি ক্রিকেটাররা আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে, আমরা অবশ্যই বিষয়টি দেখব। আয়ারল্যান্ড সিরিজ ও লিচেস্টারে ক্যাম্পের মধ্যে চার দিনের বিরতি থাকবে। আমি শুনেছি ক্রিকেটাররা এই সময়টা পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads