• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
‘বড় দলগুলোর হুমকি এবার বাংলাদেশ’

ওয়েস্ট ইন্ডিজের কোচ গর্ডন গ্রিনিজ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

বিশ্বকাপ ক্রিকেট

‘বড় দলগুলোর হুমকি এবার বাংলাদেশ’

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৯

নিজে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সোনালি যুগের খুব বড় মাপের এক ব্যাটসম্যান। তবে বাংলাদেশের মানুষের কাছে তিনি বড় কোচ। তার হাতেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুন্দর সূচনা। ১৯৯৭ সালে কেনিয়াকে হারিয়ে আইসিসি ট্রফির শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ১৯৯৯  বিশ্বকাপে পাকিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল টাইগাররা। এসব সাফল্যের পেছনে ছিল ওয়েস্ট ইন্ডিজের কোচ গর্ডন গ্রিনিজ। তার অধীনেই বাংলাদেশের শুরুর সাফল্য আসে। তিনি মনে করেন, আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে বড় দলগুলোর  মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ। 

গ্রিনিজ এখন রয়েছেন বাংলাদেশ সফরে। বাংলাদেশে চলছে বঙ্গবন্ধু কাপ ওপেন গলফ টুর্নামেন্ট। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংকের আমন্ত্রণে ঢাকায় এসেছেন গ্রিনিজ।

বাংলাদেশের বিশ্বকাপ প্রসঙ্গে সাবেক কোচ বলেন, ‘বাংলাদেশ ভালো খেললে অঘটন ঘটিয়ে দিতে পারে। সেই ক্ষমতা তাদের আছে। বিশ্বকাপে বড় দলগুলোর চিন্তার কারণ এবার হতে পারে বাংলাদেশ। বাংলাদেশের খেলার মধ্যে পাকিস্তান কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো ভাব আছে। কোনো দিন খুব ভালো খেলছে আবার কোনো দিন খেলছে না। আশা করি পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলবে। এবারের বিশ্বকাপের ফরম্যাটটা অন্যবারের চেয়ে ভিন্ন। বেশি ম্যাচ খেলা সুযোগ পাবে।’ বিশ্বকাপে ধারাবাহিকতা ধরে রাখার কথা জানান গ্রিনিজ। বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই আশা করব বাংলাদেশ ভালো করবে। আমি বর্তমান দল সম্পর্কে ভালো ধারণা নেই। তবে এতটুকু বলতে চাই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’ বাংলাদেশ সম্পর্কে বর্তমান ধারণা না থাকলেও মূল সমস্যার কথা কিন্তু ঠিকই ধরিয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক বস। এখন দেখার অপেক্ষা বাংলাদেশের ক্রিকেটাররা কতটুকু তা মাঠে বাস্তবায়ন করতে পারে। গলফার না হওয়ার আক্ষেপ : ক্রিকেট তাকে দিয়েছে দুই হাত ভরে। টানা দুটি বিশ্বকাপ জিতেছেন, ওয়েস্ট ইন্ডিজের শ্রেষ্ঠত্বের দিনগুলোর অন্যতম বড় চরিত্র ছিলেন গ্রিনিজ। সেই তিনিই কিনা গলফার হতে না পারার আক্ষেপ করছেন। ‘এটা খুবই ভালো একটা খেলা। আমি খুবই দুঃখের সঙ্গে বলছি যে, ক্যারিয়ারের শুরুতে কেন আমি গলফ খেললাম না। এটা আমার ধারাবাহিকতা ধরে রাখতে সহায়তা করত। এটা ব্যক্তিগত পারফরম্যান্সভিত্তিক খেলা। কিন্তু ক্রিকেট তেমন নয়, পার্টনারদের পারফরম্যান্সও ওই সব খেলাতে গণনায় থাকে। তবে এটা ভিন্ন একটি খেলা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads