• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

‘জানি, আমি স্পেশাল’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৯

দিল্লি ক্যাপিটালস অলরাউন্ডার ক্রিস মরিসের উপলব্ধি, আন্দ্রে রাসেলের বিপক্ষে খেলতে হলে ‘অনুভূতিহীন’ হতে হবে। কিংস ইলেভেন পাঞ্জাব কোচ মাইক হেসনের কাছে কলকাতা নাইট রাইডার্স অলরাউন্ডার ‘গেমচেঞ্জার’। তারা এক-দুই কথায় রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের মাহাত্ম্য সারতে পারলেও ‘বিপদে’ পড়ে যান ধারা ভাষ্যকাররা। যেভাবে ছক্কার বৃষ্টি ঝরান, তাতে শটের বর্ণনা দেওয়ার বিশেষণ আর খুঁজে পান না তারা!

এই কথাগুলোয় সতর্কবার্তা থাকলেও শুক্রবার হয়তো কানে তোলেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাসেল যখন ক্রিজে আসেন কলকাতার জিততে তখনো যে ২৬ বলে দরকার ৬৭ রান। নির্ভার দেখায় অধিনায়ক বিরাট কোহলিকে। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা রাসেল আরেকবার হাজির হলেন বিধ্বংসী রূপে। ২ ওভারে যেখানে দরকার ৩০ রান, সেই সমীকরণ রাসেল নামিয়ে আনেন ৬ বলে ১ রান। ১৩ বলে ১ চার ও ৭ ছক্কায় হার না মানা ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলে নিশ্চিত করেন কলকাতার অবিশ্বাস্য জয়।

রাসেল জানেন তিনি ‘স্পেশাল’, তবে পা মাটিতেই রাখেন তিনি। বেঙ্গালুরুর ২০৫ রান টপকে দলকে জেতানোর পর কেকেআর ওয়েবসাইটকে বলেছেন, ‘জানি, আমি স্পেশাল। সঙ্গে এও জানি, এটা বেশি করে বলার কিছু নেই। সব সময় শান্ত থাকি, কারণ এখন ভালো করলেও কোনো একটা সময় গিয়ে আপনাকে সংগ্রাম করতে হবে। তাই দিনশেষে আমি নিশ্চিত করার চেষ্টা করি এই মোমেন্টামটা ধরে রাখার।’

সঙ্গে যোগ করেছেন, ‘কোনো কিছুই আমার জন্য নিশ্চিত নয়। আমি কোনোভাবেই বলব না, গত ম্যাচে যেহেতু ৪০ করেছি, তাই পরের ম্যাচগুলোতেও এই ধারা সচল রাখতে পারব। এটা নতুন ম্যাচ, আলাদাভাবে এগোতে হবে।’

নিজের লক্ষ্যের কথা ভাগাভাগি করেছেন রাসেল এভাবে, ‘যখন আপনি একটি জায়গার মধ্যে থাকবেন এবং আপনার একটি মোমেন্টাম চলতে থাকবে, তখন সেটা থামতে দেওয়া যাবে না, চালিয়ে নিতে হবে। সকালে যখন ঘুম থেকে উঠি, জানি নিজের জীবনকে আরো ভালো করার আরেকটি সুযোগ আমি পেলাম। চেষ্টা করি আগে যা করেছি, তার থেকে ভালো করার।’

কিন্তু এই দানবীয় ব্যাটিংয়ের রহস্য কী? সেটা উন্মোচন না করলেও ভক্তদের উদ্দেশে ক্যারিবিয়ান হার্ডহিটার বলেছেন, ‘ভক্তদের সবাইকে আমি বলতে চাই, আমি বিশেষ কিছু খাই না। পুরোটাই আসে হূদয় ও মন থেকে। আমার মনটা উন্মুক্ত।’ প্রতিপক্ষ বোলারদের জন্য তা নয় নিশ্চিত। সব বোলারের প্রতিধ্বনি হতে পারে ব্রেন্ডন ম্যাককালামের এই টুইটটি, ‘তাকে কোথায় বল করবে’!

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads