• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কাঁদলেন তাসকিন

ছবি : সংগৃহীত

ক্রিকেট

কাঁদলেন তাসকিন

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৯

প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। আর সেটা যদি ভেস্তে যায় ইনজুরি কিংবা ফিটনেসের কারণে, তাহলে আফসোসের সীমা থাকে না। যেমনটি হলো এবার পেসার তাসকিন আহমেদের বেলায়। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই তালিকা থেকে বাদ পড়েছেন তাসকিন। মিরপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বেশি কথা বলতে পারেননি এই পেসার। কথার ফাঁকে ফাঁকে চোখটা ভিজে উঠল। গলায় পাকালো দলা। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেনও। বেশিক্ষণ কথা বলতে পারলেন না। সবাই আমার জন্য দোয়া করবেন বলেই বিদায় নিলেন।

কান্নাজড়িত কণ্ঠে তাসকিন বললেন- ‘না, ঠিক আছে। সবাই তো ভালোই চায়। দলের খারাপ কেউই চায় না। সামনে আরো সুযোগ আছে। আমি চেষ্টা করব। প্রিমিয়ার লিগের সুপার লিগ চলছে, সেখানে ভালো করার চেষ্টা করব।’

বিপিএলে পায়ের গোড়ালিতে চোট পাওয়া তাসকিন প্রায় সোয়া দুই মাস চোটের সঙ্গে লড়ে ম্যাচ ফিটনেস নিয়ে ফিরেছিলেন প্রিমিয়ার লিগে। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ম্যাচ খেলে ফিটনেসের প্রমাণও দিয়েছেন। কিন্তু তবুও বিশ্বকাপ দূরে থাক, আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্যও তাকে নির্বাচকরা বিবেচনা করলেন না! তার ফিটনেস আপ টু দ্য মার্ক নয়- সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচক নান্নু।

কতখানি যৌক্তিক এই সিদ্ধান্ত? সংবাদমাধ্যমের এই প্রশ্নে যেন আরো আবেগপ্রবণ হয়ে উঠলেন এই গতিতারকা। নতুন কোনো শব্দই যেন মুখে আসছিল না। পুরনো কথার পুনরাবৃত্তি করে বললেন, ‘সবাই যেটা ভালো মনে করেছেন, তাই করেছেন।’ ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে নবাগত হয়েও তাক লাগিয়ে দিয়েছিলেন ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলার। সেই পারফরমারই কিনা এবার অভিশপ্ত ইনজুরিতে পড়ে ছিটকে গেলেন! এ যেন চার বছর পরম যত্নে লালিত স্বপ্নের সলিল সমাধি।

কেন তাসকিনের সুযোগ হয়নি বিশ্বকাপ দলে, সেটি বলতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুলের কণ্ঠে কিছুটা তথ্যবিভ্রাট। বললেন, তাসকিন ২০১৭ সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। কিন্তু আসল তথ্যটা হবে, ২০১৮। গত বছর মার্চে শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে তাসকিন দেশের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন। তবে এটা ঠিক, তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৭ সালের অক্টোবরে।

তাসকিনের ফিটনেস সন্তোষজনক নয়, বললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। প্রিমিয়ার লিগের একটা ম্যাচ খেললেও স্কিলের দিক দিয়ে তাসকিন পুরোপুরি নিজেকে ফিরে পাননি। প্রধান নির্বাচক বলছেন, এটিই আসলে তাকে বাদ দেওয়ার মূল যুক্তি- ‘একটা দীর্ঘ বিরতি পড়ে গেছে (আন্তর্জাতিক ক্রিকেটে)। ওকে যখন নিউজিল্যান্ড সফরে চিন্তা করলাম, আবার চোটে পড়ে গেছে। আমাদের কাছে যে রিপোর্টগুলো আছে ফিজিওর, ও এখনো পুরোপুরি ফিট নয়। স্কিলের দিক দিয়ে পুরোপুরি ফিট হিসেবে চাচ্ছিলাম ওকে। এখন ওকে নিতে চাচ্ছি না। ঘরোয়া ক্রিকেটে একটা ম্যাচ খেলেছে সে। তবুও তার ফিটনেস সন্তোষজনক নয়।’ তবে একটা সান্ত্বনা তাসকিনের জন্য রেখেছেন নির্বাচকরা। মিনহাজুল বললেন, ‘আয়ারল্যান্ড সফরে যদি কেউ চোটে পড়ে ওকে বিকল্প হিসেবে ডাকা হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads