• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সাকিবের বিষয়ে অসন্তুষ্ট রোডস

অলরাউন্ডার সাকিব আল হাসান ও প্রধান কোচ স্টিভ রোডস

ছবি : সংগৃহীত

ক্রিকেট

সাকিবের বিষয়ে অসন্তুষ্ট রোডস

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০১৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়ে গেছে গত ২২ এপ্রিল থেকে। কিন্তু এখনো দেশে ফিরেননি সাকিব। তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন।

জানা গেছে সাকিব দেশে ফিরবেন ২৮ এপ্রিল। তবে তার জাতীয় দলের সঙ্গে যোগ না দেওয়াতে দারুণ অসন্তুষ্ট হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস। সাকিবের না ফেরার বিষয়টি নাকি সহজে মেনে নিতে পারছেন না রোডস। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিব নির্ধারিত সময়ে অনুশীলন ক্যাম্পে যোগ না দেওয়ায় অসন্তুষ্ট রোডস। তবে নির্ধারিত সময়ে সাকিব না ফিরলে কোনো সমস্যা হবে না বলে আবার সোমবার জানিয়েছিলেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানও বলেছেন, প্রস্তুতি ক্যাম্পে সাকিবের যে প্রস্তুতি হতো তার অনেকাংশই হয়ে যেতে পারে আইপিএলে ম্যাচ খেলে। যদিও এ পর্যন্ত সাকিব আইপিএলে মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads