• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
খুব বেশি ভাবছেন না তামিম

তামিম ইকবাল

ক্রিকেট

দুয়ারে বিশ্বকাপ

খুব বেশি ভাবছেন না তামিম

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০১৯

কেমন করতে চান এই বিশ্বকাপে? লক্ষ্য কী? বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ক্রিকেটারদের প্রতি এমন প্রশ্ন বাড়ছেই। গতকাল এমন প্রশ্নের মুখোমুখি হলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ওপেনার তামিম ইকবাল। এমন প্রশ্নে তামিমের সরল স্বীকারোক্তি, ‘কোনো লক্ষ্য নিয়ে আমি খেলি না। লক্ষ্য থাকলে সবকিছু কেমন যেন গোলমেলে হয়ে যায়।’

তার মানে তামিম নির্দিষ্ট কোনো লক্ষ্যে হাঁটেন না। যাতে বাড়তি চাপ না পড়ে নিজের ওপর। প্রতিটি ম্যাচে ভালো করার একটা লক্ষ্য থাকে। দিন শেষে দলের হয়ে কতটা করতে পারলেন, সেই হিসাবই কষেন তামিম। ইংল্যান্ডে হবে এবার ওয়ানডে বিশ্বকাপ। তামিমের জন্য যা চতুর্থ বিশ্বকাপ। অথচ এমন ক্রিকেট মহাযজ্ঞে তামিমের নেই কোনো সেঞ্চুরি।     

এই তামিমই কিন্তু বাংলাদেশে নাম্বার ওয়ান। রানের দিক থেকে। তিন ফরম্যাট মিলিয়ে সংখ্যাটি ১২ হাজার ৪০০ রান। ওয়ানডেতে ৬ হাজার ৪৬০ রান। ২০০৭ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষিক্ত এই ওপেনারের নামের পাশে ১১টি সেঞ্চুরি। তিন-তিনটি বিশ্বকাপ ইতোমধ্যেই খেলেছেন। চতুর্থটি দুয়ারে হাক দিচ্ছে। বিশ্বকাপের আগে সেঞ্চুরি না করার বিষয়টি কেমন নাড়া দিচ্ছে তামিমের? বাস্তবে তেমন কিছুই না। টুর্নামেন্টের আগে তার এই প্রতিজ্ঞা বা লক্ষ্য বিশ্বকাপে নিজের ওপর বাড়তি চাপ তৈরি করবে, যা আখেরে ভালো কোনো ফল বয়ে আনবে না বলে মত তার। এটা নিয়ে একটি মজার তথ্যও তামিম দিয়ে রাখলেন। যতবারই কোনো কিছু নিয়ে দৃঢ়সংকল্প হয়েছেন ততবারই নাকি তা হাতছাড়া হয়েছে।

গতকাল মিরপুরে অনুশীলন শেষে তামিম বলেন, ‘কোনো টার্গেট না, কোনো কিছু না। কারণ আমার কাছে মনে হয় যে আমি যখনই কোনো কিছু নিয়ে বেশি ভাবি, আমি তা অর্জন করতে পারি না। তাই আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না। ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি নাই, এই নাই, সেই নাই, আমি সবই জানি। এখন এটা তো আমি বদলাতে পারব না। এই বিশ্বকাপে যদি আমি এটাই টার্গেট করে যাই যে একটা সেঞ্চুরি করতে হবে বা খুব রান করতে হবে, তাহলে আমি আসলে অপ্রয়োজনীয় চাপ নেব আমার ওপরে। আমি এটা চাই না।’

তাহলে তিনি কী করবেন? যা করবেন সেটি দলের প্রয়োজনে এবং একজন সত্যিকারের ওপেনারের কাজ। কী সেটা? দলের পরিকল্পনানুযায়ী উড়ন্ত শুরু এনে দিয়ে ইনিংসকে শক্ত একটি গাঁথুনি দেওয়ার চেষ্টা করবেন তামিম। তাতে করে তার নিজের ইনিংসটি যেমন লম্বা হবে তেমনি দলও পাবে একটি সমৃদ্ধ সংগ্রহ। তখন রথ দেখার সঙ্গে কলা বেচার কাজটিও অনায়াসেই হয়ে যাবে।

তামিম আরো জানালেন, ‘দল আমাকে যে দায়িত্ব দেবে, সেই ভূমিকাটা যদি আমি পালন করতে পারি, তাহলেই সুযোগ আসবে বড় ইনিংস খেলার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে একটা ভালো শুরু এনে দেওয়া এবং যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা ভালোভাবে পালন করতে পারা।’

ইংল্যান্ড বিশ্বকাপে তামিমের ব্যাটে উঠুক রানের ফোয়ারা, এমনটি সবারই চাওয়া। সবচেয়ে ভালো লাগবে বিশ্বকাপের এই মহাযুদ্ধে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাক চট্টলার এই কৃতী ক্রিকেটার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads