• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
হাসিন গ্রেফতার

ভারতীয় জাতীয় ক্রিকেট পেসার মুহম্মদ শামির সাবেক স্ত্রী হাসিন জাহান

সংগৃহীত ছবি

ক্রিকেট

হাসিন গ্রেফতার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৯

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মুহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের আমরোহার পুলিস। রোববার গভীর রাতে তিনি হাজির হয়েছিলেন শামির পৈতৃক ভিটেয়। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন হাসিন জাহান। শামির মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এর পরই শামির বাড়ির তরফে পুলিশে খবর দেওয়া হয়। শামির বাড়ির সামনে থেকে হাসিনকে গ্রেফতার করে পুলিশ। হাসিনের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫১ নম্বর ধারা অনুযায়ী হাসিনের নামে চার্জশিট গঠন করেছে পুলিশ। জানা গেছে, গতকাল সোমবার সকালে হাসিনকে এসডিএম কোর্টে হাজির করা হয়। এর আগেও শামির পৈতৃক বাড়িতে গিয়েছিলেন হাসিন। শামির পরিবারে সদস্যদের বিরুদ্ধে এনেছিলেন একের পর এক গুরুতর অভিযোগ। কখনো শামির দাদা, কখনো তার মা- হাসিনের নিশানা থেকে বাদ যাননি কেউই। রোববার রাতের দিকে ওই বাড়িতে যখন হাজির হন হাসিন, তখন শামি ছিলেন না। তিনি আইপিএলে খেলার জন্য দিল্লি শিবিরে রয়েছেন। ছেলের অনুপস্থিতিতে হাসিনের বাড়িতে হানার ঘটনা মোটেই ভালো চোখে দেখেননি শামির মা ও পরিবারের অন্যরা। এমনকি শামির প্রতিবেশীরাও হাসিনের বিরুদ্ধে বয়ান দিয়েছেন বলে খবর। হাসিনের দাবি, ‘প্রভাব-প্রতিপত্তি খাটিয়ে শামি আমাকে হেনস্তা করার চেষ্টা করছে। রাত ১২টার সময় আমাকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে এসেছে পুলিশ। আমার ফোন কেড়ে নেওয়া হয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads