• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ডুয়েল ডিসপ্লের অ্যাকশন ক্যামেরা

ছবি :সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

ডুয়েল ডিসপ্লের অ্যাকশন ক্যামেরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ মে ২০১৯

ড্রোন ও গিম্বল তৈরির জন্য বেশ নাম করেছে ডিজেআই। সম্প্রতি অসমো অ্যাকশন নামের একটি অ্যাকশন ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনা এ প্রতিষ্ঠান। ৩৪৯ ডলার মূল্যের এই অ্যাকশন ক্যামেরাটি গোপ্রো হিরোর সঙ্গে বেশ ভালোই পাল্লা দিতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এই অ্যাকশন ক্যামেরার অন্যতম প্রধান আকর্ষণ ডুয়েল ডিসপ্লে। ক্যামেরার পেছনে ও সামনে একটি করে ডিসপ্লে রয়েছে। ফলে ভ্লগ করতে সুবিধা হবে এই ক্যামেরায়।

ডিজেআই অসমো অ্যাকশন ক্যামেরার সামনে রয়েছে একটি ১ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে। ক্যামেরার পেছনে থাকছে ২ দশমিক ২৫ ইঞ্চি ডিসপ্লে। ক্যামেরার পেছনের ডিসপ্লেতে টাচস্ক্রিন সাপোর্ট থাকছে। গোপ্রো অ্যাকশন ক্যামেরাগুলোর পেছনেও টাচস্ক্রিন ডিসপ্লে থাকলেও ক্যামেরা সামনের ডিসপ্লেতে ক্যামেরা সেটিংস ছাড়া অন্য কিছু দেখা যায় না। অন্যদিকে ডিজেআইর অ্যাকশন ক্যামেরার সামনে রয়েছে একটি কালার ডিসপ্লে। এই ডিসপ্লে ব্যবহার করে সহজেই ভ্লগিং করা যাবে।

এ ক্যামেরায় থাকছে একটি ১২ মেগাপিক্সেল সিমোস সেন্সর। সঙ্গে থাকছে এফ/২.৮ অ্যাপারচার আর ১৪৫ ডিগ্রি ফিল্ড অফ ভিউ। ১০০ এমবিপিএস স্পিডে এই ক্যামেরা ৬০ ফ্রেম পার সেকেন্ড স্পিডে ৪কে ভিডিও ধারণ করতে পারে। অন্যদিকে ফুল এইচডি রেজ্যুলেশনে রয়েছে ২৪০ এফপিএস সাপোর্ট। এছাড়া ৩০ এফপিএস স্পিডে এইচডিআর ভিডিও রেকর্ডিং করতে পারে অ্যাকশন ক্যামেরাটি।

এ অ্যাকশন ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। ৪কে ৬০ এফপিএস ভিডিও তোলার সময়েও এই স্টেবিলাইজেশন কাজ করবে। অন্যান্য অ্যাকশন ক্যামেরার মতোই ডিজেআই অসমো অ্যাকশনেও থাকছে ওয়াটার প্রুফ ডিজাইন। ১১ মিটার পর্যন্ত পানির নিচে এই ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করা যাবে। থাকছে ওয়াইফাই, ব্লুটুথ আর ১৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোন থেকে খুব সহজেই এটি নিয়ন্ত্রণ করা যাবে।

ড্রোন ও গিম্বল তৈরির জন্য বেশ নাম করেছে ডিজেআই। সম্প্রতি অসমো অ্যাকশন নামের একটি অ্যাকশন ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনা এ প্রতিষ্ঠান। ৩৪৯ ডলার মূল্যের এই অ্যাকশন ক্যামেরাটি গোপ্রো হিরোর সঙ্গে বেশ ভালোই পাল্লা দিতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এই অ্যাকশন ক্যামেরার অন্যতম প্রধান আকর্ষণ ডুয়েল ডিসপ্লে। ক্যামেরার পেছনে ও সামনে একটি করে ডিসপ্লে রয়েছে। ফলে ভ্লগ করতে সুবিধা হবে এই ক্যামেরায়।

ডিজেআই অসমো অ্যাকশন ক্যামেরার সামনে রয়েছে একটি ১ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে। ক্যামেরার পেছনে থাকছে ২ দশমিক ২৫ ইঞ্চি ডিসপ্লে। ক্যামেরার পেছনের ডিসপ্লেতে টাচস্ক্রিন সাপোর্ট থাকছে। গোপ্রো অ্যাকশন ক্যামেরাগুলোর পেছনেও টাচস্ক্রিন ডিসপ্লে থাকলেও ক্যামেরা সামনের ডিসপ্লেতে ক্যামেরা সেটিংস ছাড়া অন্য কিছু দেখা যায় না। অন্যদিকে ডিজেআইর অ্যাকশন ক্যামেরার সামনে রয়েছে একটি কালার ডিসপ্লে। এই ডিসপ্লে ব্যবহার করে সহজেই ভ্লগিং করা যাবে।

এ ক্যামেরায় থাকছে একটি ১২ মেগাপিক্সেল সিমোস সেন্সর। সঙ্গে থাকছে এফ/২.৮ অ্যাপারচার আর ১৪৫ ডিগ্রি ফিল্ড অফ ভিউ। ১০০ এমবিপিএস স্পিডে এই ক্যামেরা ৬০ ফ্রেম পার সেকেন্ড স্পিডে ৪কে ভিডিও ধারণ করতে পারে। অন্যদিকে ফুল এইচডি রেজ্যুলেশনে রয়েছে ২৪০ এফপিএস সাপোর্ট। এছাড়া ৩০ এফপিএস স্পিডে এইচডিআর ভিডিও রেকর্ডিং করতে পারে অ্যাকশন ক্যামেরাটি।

এ অ্যাকশন ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। ৪কে ৬০ এফপিএস ভিডিও তোলার সময়েও এই স্টেবিলাইজেশন কাজ করবে। অন্যান্য অ্যাকশন ক্যামেরার মতোই ডিজেআই অসমো অ্যাকশনেও থাকছে ওয়াটার প্রুফ ডিজাইন। ১১ মিটার পর্যন্ত পানির নিচে এই ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করা যাবে। থাকছে ওয়াইফাই, ব্লুটুথ আর ১৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোন থেকে খুব সহজেই এটি নিয়ন্ত্রণ করা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads