• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাশরাফিদের শক্তি পরীক্ষা

ছবি : সংগৃহীত

ক্রিকেট

মাশরাফিদের শক্তি পরীক্ষা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৬ মে ২০১৯

ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট খেলতে বাংলাদেশ দল রয়েছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে যাওয়ার আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে এবং তাতে অপরাজিত শিরোপা জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় মাশরাফি বাহিনী। সেখান থেকে তিন দিনের জন্য অনুশীলন করে লেস্টারে। লেস্টার থেকে এখন রয়েছে কার্ডিফে। কার্ডিফে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে। যা হবে আসল শক্তি পরীক্ষা। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। এরপর আগামী মঙ্গলবার একই সময়ে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আরেক সাবেক বিশ্বকাপ শিরোপাধারী ভারতের বিরুদ্ধে। 

আজ একই সময়ে ব্রিস্টলে দক্ষিণ আফ্রিকা অপর প্রস্তুতি ম্যাচে লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আয়ারল্যান্ডে সফল ত্রিদেশীয় সিরিজ শেষ করে গত শনিবার রাতে লেস্টারে পৌঁছে বাংলাদেশ দল। আর ‘ফ্যামিলি ব্রেক’ নিয়ে ঐচ্ছিক ছুটি কাটাতে দেশে যান অধিনায়ক মাশরাফি। তামিম পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান দুবাইয়ে। স্কোয়াডের বাকি ১৩ জন গত সোমবার লেস্টারে অনুশীলনে নামে। অবশ্য সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম গত রোববারই লেস্টারে অনুশীলন করেছেন। চোট কাটিয়ে সাকিবের অনুশীলনে ফেরা স্বস্তি দেয় টাইগার ভক্ত-সমর্থকদের মনে। লেস্টারে প্রথম দিন অল্প সময় অনুশীলন করলেনও বাকি দুই দিন অনেক সময় অনুশীলন করে টাইগাররা। গত বৃহস্পতিবার বাংলাদেশ দল লেস্টার থেকে কার্ডিফে যাওয়ার সঙ্গে সঙ্গে পেতে শুরু করে আইসিসির সাপোর্টিং পিরিয়ড। ওই দিন থেকে থেকে অংশগ্রহণকারী দেশগুলোর সব দায়দায়িত্ব নেয় বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। গত শুক্রবার থেকে শুরু হয় বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ। নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলে কার্ডিফ থেকে ২৯ মে লন্ডনে ফিরবে বাংলাদেশ দল। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। তবে বিশ্বকাপ শুরু হবে ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে।

দেশ ছাড়ার আগে বেশ কিছু ইনজুরি সমস্যা ছিল বাংলাদেশ দলে। মুশফিক, মোস্তাফিজ, সাকিব, সাইফউদ্দিনসহ অনেকেই কমবেশি ইনজুরিতে ছিলেন। চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহও। তবে আপাতত দলে ইনজুরি অবস্থা নেই। এটাই বিশেষ সুখবর। ত্রিদেশীয় সিরিজে ফাইনালের ঠিক আগমুহূর্তে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন সাকিব। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে মূল একাদশে ছিলেন না। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাড়াই ফাইনাল জিতে বহুদিনের অপূর্ণতা দূর করে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে ঐতিহাসিক ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার পর টাইগারদের এবার লক্ষ্য বিশ্বকাপ। গতবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারের স্বপ্নটা আরো বড়। ত্রিদেশীয় সিরিজটি জিতে সেই প্রত্যাশার মাত্রাটা আরো বাড়িয়ে দিয়েছেন সৌম্য-মোসাদ্দেকরা।

ইতোমধ্যে বাংলাদেশকে নিয়ে অনেক দেশের সাবেক তারকারা ভালো মনোভাব ব্যক্ত করেছেন। পাকিস্তানের রমিজ রাজা, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ভারতের আকাশ চোপড়াসহ অনেকেই। বিশেষ করে ত্রিদেশীয় আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন টার্গেট দারুণভাবে অতিক্রম করার পরা থেকে বাংলাদেশকে নিয়ে অন্য রকম ভাবনা শুরু হয় বিভিন্ন দেশের। বাংলাদেশ এবার অভিজ্ঞ ও নবীন তারকাদের নিয়ে শক্তিশালী দল গঠন করেছে। এমন দল এর আগে বাংলাদেশের ছিল না। তাই মাশরাফি-সাকিব-মুশফিকদের নিয়ে উচ্চাশা রয়েছে বাংলাদেশের সমর্থকদের মনেও। এমন দল নিয়ে ভালো ফলাফল না করতে পারলে সেটাতে ব্যর্থতাই বলে ভাবছেন তারা। 

১৯৯৯ সাল থেকে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিচ্ছে। টানা পাঁচবার বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। ১৯৯৯ সালে পাকিস্তানকে হারিয়ে বিশ্ববাসীকে অবাক করে দেয় টাইগাররা। ২০০৩ সালে কোনো ভালো ফলাফল আসেনি তাদের কাছ থেকে। ২০০৭ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষআটে জায়গা করে নেয় বাংলাদেশ। ২০১১ সালেও আশানুরূপ রেজাল্ট করেনি তারা। তবে ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে ফের চমক দেখায় বাংলাদেশ। এবার দলের পক্ষ থেকে সেমিফাইনালের লক্ষ্য স্থির করা হয়েছে। তবে দর্শকদের আশা আর স্বপ্ন আরো বেশি। বিশেষ করে আয়ারল্যান্ডে তিন জাতির আসরে বাংলাদেশ শিরোপা জিতেছে যেভাবে, তাতে বিশ্বকাপের ফাইনালে ওঠার আশা করাটা একেবারেই অমূলক নয়। হয়তো দর্শকরা সে আশাই করছে। এখন দেখার পালা, কতদূর যেতে পারে মাশরাফির বাংলাদেশ।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads