• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

চার হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ৩১১ রান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ মে ২০১৯

চার ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করেছে। আজ বৃহস্পতিবার লন্ডনের ওভালে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসের বিপরীতে প্রথমে ব্যাটিং পেয়ে এই রান সংগ্রহ করে স্বাগতিক দল। ফলে জয়ের জন্য ৩১২ রান সংগ্রহ করতে হবে প্রেটিয়াদের।

ইংল্যান্ড দলের হয়ে সর্বাধিক ৮৯ রান সংগ্রহ করেছেন মিডল অর্ডার বেটসম্যান বেন স্টোকস। এছাড়া অধিনায়ক ইয়োইন মরগান ৫৭, ওপেনার জেসন রয় ৫৪ এবং জো রুট ৫১ রান সংগ্রহ করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ রানের বিপরীতে সর্বাধিক ৩ উইকেট সংগ্রহ করেন লুঙ্গি এনগিডি। এছাড়া দু’টি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ইমরান তাহির ও কাগিসো রাবাদা। এক উইকেট নিয়েছেন আন্দিল ফেলুকুয়াও।

শুরুতেই উইকেট হারিয়ে কিছুটা থামকে যাওয়া স্বাগতিক ইংল্যান্ড বেশ দ্রুতই পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়। ইমরানের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে ধরা পড়ে শূন্য রানে বিদায় নেন ওপেনার জনি বেয়ারস্টো। এ সময় দলীয় সংগ্রহশালয় যোগ হয়েছে মাত্র এক রান। ওয়ান ডাউনে জো রুট ব্যাট করতে এসে প্রাথমিক ওই বিপর্যয় সামাল দেন। ১০৬ রান যোগ করার পর এই এই জুটির পতন ঘটে। আন্দিল ফেলুকুয়াও’র বলে ডুপ্লেসিসে হাতে জেসন রয় যখন ধরা পড়েন তখন ইংল্যান্ডের সংগ্রহ শতক পেরিয়ে যায়। মাঠ ছাড়ার আগে ৫৪ রান সংগ্রহ করেন ইংলিশ ওপেনার । রয়ের বিদায়ের পর ক্রিজে আর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি জো রুট। দলীয় সংগ্রহকে ১১১রানে রেখেই রাবাদার বলে জেপি ডুমিনির হাতে ধরা পড়ে বিদায় নেন ৫১ রান সংগ্রহকারী রুট। এরপর অধিনায়ক ইয়োইন মরগান বেন স্টোকসের সঙ্গে জুটি বদ্ধ হয়ে ফের সামাল দেন উইকেট পতন। ব্যক্তিগত ৫৭ রানে ইমরান তাহিরের শিকার হয়ে তিনি যখন সাজঘর মুখি তখন ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ২১৭ রান। এরপর স্বাগতিক দলের হয়ে একাই লড়ে গেছেন স্টোকস। ব্যক্তিগত ৮৯ রানে লুঙ্গি এনগিডির শিকারে পরিণত হবার আগে তিনি দলকে পৌঁছে দেন ৩০০ রানে। ৭২ বল মোকাবেলায় ৯টি বাউন্ডারি হাকান স্টোকস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads