• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

ছবি : সংগৃহীত

ক্রিকেট

আইসিসি বিশ্বকাপ-২০১৯

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩১ মে ২০১৯

আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের আসরের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকাল তিনটায় টস অনুষ্ঠিত হয়। এসময় ক্যারিবীয় অধিনায়ক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। 

টস জিতলে পাকিস্তানও প্রথমে ফিল্ডিং নিতো বলে জানান দেশটির অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেন, আমরাও টস জিতলে ফিল্ডিংই নিতাম। কারণ, কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজমান। উইকেটে আদ্রতা রয়েছে।

তবুও চিন্তা করছেন না পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, তবে, প্রথমে ব্যাটিং করাটাও কোনো সমস্যা নয়। এটা ভালো ব্যাটিং উইকেটও হয়ে উঠতে পারে। আমাদের ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী। 

অন্যদিকে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে জেসন হোল্ডার বলেন, আমরা প্রথমে ফিল্ডিং করতে চাই। আমি মনে করি না কন্ডিশন আগের দিনের চেয়ে ভালো হয়েছে। আশা করি শুরুতে আমরা উইকেট থেকে কিছু সহযোগিতা পাবো। বল ঘুরবে এবং উইকেটও আসবে। এভিন লুইস আর শ্যানন গ্যাব্রিয়েল খেলার জন্য ফিট নয়। এছাড়া ফ্যাবিয়েন অ্যালেন এবং কেমার রোচকে ছাড়াই খেলতে নামছি আমরা।

বিশ্বকাপে এখনো পর্যন্ত ১০ বার একে অপরের মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে তিনটি জয় পায় পাকিস্তান ও সাতটিতে জয় পায় ক্যারিবীয়রা।

পাকিস্তান একাদশ:

সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, ওয়াহাব রিয়াজ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কট্রেল, ওশানে থমাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads