• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ জুন ২০১৯

‌বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি।

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, ব্যবহৃত উইকেটে আগে ব্যাটিং খারাপ নাও হতে পারে। 

হাতে চোটের কারণে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত খেলছেন ওপেনার তামিম ইকবাল।

নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও, দক্ষিণ আফ্রিকাকেই ফেবারিট মানছেন টাইগার অধিনায়ক মাশরাফি। তবে নিজের দল নিয়ে আশাবাদী বাংলাদেশ দলপতি। বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ বার প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২ হারের বিপরীতে টাইগারদের জয় ১টি।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রেসি ভ্যান ডার ডুসেন, পল ডুমিনি, ডেভিড মিলার, অ্যান্ডি ফিলহুকওয়েও, ক্রিস মরিস, কাগিসো রাবদা, লুঙ্গি নিগিদি ও ইমরান তাহির।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads