• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৮ জুন ২০১৯

বাংলাদেশের জয় মানে এখন আর কোনো অঘটন নয়, সে কথা এরই মধ্যে জানান দিয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দাপট দেখিয়ে ২১ রানে জিতেছে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হারলেও লড়াই করে হেরেছে টাইগাররা। স্কোরবোর্ডে কম রান যোগ করেও কিউইদের যথারীতি কাঁপিয়ে দিয়েছিল সে ম্যাচে। লড়াকু মানসিকতায় উজ্জীবিত টাইগারদের এবারের মিশন ইংল্যান্ড। তাই তো মাশরাফির সোজা সাপটা উচ্চারণ, আগের বিশ্বকাপে ইংলিশদের হারিয়েছি, এবারও হারাবো।

আজ শনিবার (০৮ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে দুই দলের এটি তৃতীয় ম্যাচ। কার্ডিফের ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন সোফিয়া গার্ডেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির আগে বাংলাদেশি দর্শকদের হৈচৈ করা নিয়ে চিন্তায় পড়েছেন প্লাঙ্কেট।

এর আগে বিশ্বকাপে ইংল্যান্ডকে টানা দুই ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। হেরেছে সেই ২০০৭ সালে। আজ সেই কার্ডিফে জয়ের হ্যাটট্রিকই লক্ষ্য মাশরাফি-সাকিবদের। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সুখকর স্মৃতিগুলোর একটি। আজ কার্ডিফেও বাংলাদেশের প্রতিপক্ষ সেই ইংলিশরা। আজকের এ খেলায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা স্বীকার করে নিচ্ছেন বিশ্ব ক্রিকেটের রথী-মহরথীরাও।

বিশ্বকাপের প্রথম ম্যাচ জয়ের পর, বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছে ক্রিকেট লিজেন্ডরা। বলছেন, যোগ্যতর দল হিসেবেই জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের বিজয়গাঁথা প্রচার করছে আন্তর্জাতিক সব গণমাধ্যমও। প্রথম ম্যাচে শক্তিশালী সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে আরো চমক দেখানোর ইঙ্গিত দিলো টাইগাররা।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার আগে, টাইগারদের নিয়ে টুইট করেছিলেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অনুমান নির্ভর সে টুইটে ম্যাককালাম মন্তব্য করেন, টুর্নামেন্টে মাত্র ১টি ম্যাচ জিতবে বাংলাদেশ। এবং সে জয় আসবে লংকানদের বিপক্ষে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে টাইগারদের দোর্দন্ড প্রতাপে জয়ের পর আবারো টুইট করেন এই সাবেক ক্রিকেটার। তার অনুমানকে ভুল প্রমাণ করে দেয়ার জন্য টাইগার টিমকে সাধুবাদ জানান তিনি।

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, বাংলাদেশকে এই বিশ্বকাপের ডার্ক হর্স বলছেন। বাংলাদেশের ব্যাটিং এর ভূয়সী প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের ব্যাটিং এর প্রশংসা করেছেন সাবেক লংকান ক্রিকেটার রাসেল আর্নল্ডও। এক সময়ের বিধ্বংসী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগ টুইটারে বলেন, বাংলাদেশ যোগ্যতম দল হিসেবেই জিতেছে।

বাংলাদেশের অনন্য জয়ের গৌরব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। দেশ-বিদেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলোতে ফলাও করে এসেছে মাশরাফি-সাকিবদের বিজয়গাঁথা।

অস্ট্রেলিয়া সিডনি মর্নিং হেরাল্ড, ইংল্যান্ডের দ্য গার্ডিয়ান কিংবা ভারতের টাইমস অব ইন্ডিয়া সব পত্রিকাতেই বাংলাদেশের বিজয় উল্লাস। বাংলাদেশকে অপ্রতিরোধ্য বলছে আন্তজার্তিক গণমাধ্যমগুলো। সাউথ আফ্রিকা যন্ত্রণায় পুড়েছে টাইগার অ্যাটাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads