• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৮ জুন ২০১৯

চলতি বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলে আসেনি কোনও পরিবর্তন। আগে বোলিং নেয়ার সিদ্ধান্তে মাশরাফী বলেন, পিচ দুই দিন ঢাকা ছিল। আশা করি প্রথম ঘণ্টায় সুবিধা পাবো।

কার্ডিফের আকাশ বলছে আজ বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে সম্ভাবনা নেই বৃষ্টির। দ্বাদশ বিশ্বকাপের দ্বাদশ তম ম্যাচ। টাইগারদের মুখোমুখি এবারের সবচেয়ে ফেভারিট স্বাগতিকরা। দুই দলেরই জয়-পরাজয় সমান সমান।

বাংলাদেশ হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, হেরেছে নিউজিল্যান্ডের কাছে। ইংল্যান্ডও জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, হেরেছে পাকিস্তানের কাছে।

এসব ম্যাচ দিলেও গত দুই বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেছে ইংলিশরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও ইয়ন মরগ্যানের মুখে বাংলাদেশ বন্দনা। সব মিলে আশা করা যায় উত্তেজনামূলক একটা ম্যাচের।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা চ্যানেল ও বিটিভি।

বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড: জেসন রায়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেট-রক্ষক), ক্রিস ওকস, জোফরা আচার, আদিল রশিদ, লিয়াম প্লুনকেট ও মার্ক উড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads