• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির বাগড়া

ছবি : সংগৃহীত

ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির বাগড়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ জুন ২০১৯

মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তাতে আগেই বাগড়া দিয়ে বসলো বৃষ্টি। ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির কারণে এখনও টস করতে পারেনি দু’দলের অধিনায়ক। বৃষ্টির পাশাপাশি ঠান্ডা বাতাসের কারনে এখনো মাঠে এসে পৌছাননি টাইগাররা। সচরাচর ম্যাচ শুরুর অন্তত ঘণ্টা দুই আগে মাঠে এসে থাকেন মাশরাফিরা।

যদিও পিচ ও আউট ফিল্ডের প্রায় অর্ধেকটা ঢাকা। আইসিসির ম্যাচ অফিসিয়ালদের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে আম্পায়ররা মাঠে আসবেন পর্যবেক্ষণের জন্য।

এদিকে ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। চার বছর আগে বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার তাদের সামনে শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুরন্ত জয় তাদের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। কিন্তু নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে তাদের হারতে হয়েছে। আজ শ্রীলঙ্কাকে হারিয়ে জয় ফিরতে চায় স্টিভ রোডসের শিষ্যরা।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তারপর নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ডের কাছেও হেরে চাপ বেড়ে যায় টাইগারদের উপর। শেষ চারে যাওয়ার লড়াইয়ে এখন তাদের কঠিন সমীকরণে পড়তে হবে।

সেমিফাইনালে পৌঁছাতে শেষ ছয় ম্যাচের অন্তত চারটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় আট নম্বরে টাইগাররা।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম স্থানে। মাশরাফির দলের রেটিং পয়েন্ট ৯০। দুই ধাপ পিছিয়ে নবম স্থানে শ্রীলঙ্কা। তাদের রেটিং পয়েন্ট ৭৬।

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে বাংলাদেশ। ২০০৩ সালের আসরে প্রথম সাক্ষাত হয় তাদের। ওই ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেন লঙ্কান পেসার চামিন্দা ভাস। মোট ৬ উইকেট নেন তিনি। শ্রীলঙ্কা জেতে ১০ উইকেটে। পরের আসরে আবার শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। সেবার ১৯৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয় হাবিবুল বাশারের দল। সর্বশেষ গত বিশ্বকাপে লঙ্কানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান।

বিশ্বকাপে শ্রীলঙ্কা স্কোয়াড

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, আভিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads