• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
লঙ্কানদের হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অজিরা

ছবি : সংগৃহীত

ক্রিকেট

লঙ্কানদের হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অজিরা

  • মোস্তফা তারিক আল বান্না
  • প্রকাশিত ১৬ জুন ২০১৯

প্রথমে টস জিতে ফিল্ডিং নিয়ে ভুল করে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অ্যারন ফিঞ্চের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ের সঙ্গে স্টিভেন স্মিথের হাফসেঞ্চুরিতে পাঁচবারের বিশ্বকাপ শিরোপাধারী অস্ট্রেলিয়া তোলে ৭ উইকেটে ৩৩৪ রান। পরে ব্যাট হাতে দারুণ সূচনা করেও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৪৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে গতকাল শনিবার লন্ডনের ওভালে অজিরা ৮৭ রানের বড় ব্যবধানে জয়ী হয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে চলে আসে এবং শেষচারের পথে আরো একধাপ এগিয়ে যায়। ম্যাচসেরা হন ফিঞ্চ।

অস্ট্রেলিয়া ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। আর শ্রীলঙ্কা ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রয়ে গেল। নিউজিল্যান্ড ৭ পয়েন্টে দ্বিতীয়, ইংল্যান্ড ৬ পয়েন্টে তৃতীয়, ভারত ৫ পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে। ৩ পয়েন্ট করে পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। 

৩৩৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা উদ্বোধনী জুটিতে দারুণ ব্যাটিং নৈপুণ্য করে অজি বোলারদের তুলোধুনো করেন। দলীয় ১১৫ রানের সময় স্টার্কের বলে সরাসরি বোল্ড হন পেরেরা। তিনি মাত্র ৩৬ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৫২ রান করেন। তার আউটের পর থেকে লঙ্কান দলের রানের গতি ধীরে ধীরে কমতে থাকে। দলীয় ১৫৩ রানের মাধায় থ্রিমান্নে (১৬) আউট হন বেহরেনডর্ফের বলে উইকেটকিপার কোরেকে ক্যাচ তুলে দিয়ে। অসাধারণ ব্যাট করে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও লক্ষ্য পূরণ করতে পারেননি করুনারত্নে। দলীয় ১৮৬ রানের সময় রিচার্ডসনের বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন করুনারত্নে। তিনি ১০৮ বলে ৯টি চারে ৯৭ রান করেন। আর ১৯ রান যোগ হতেই শ্রীলঙ্কার চতুর্থ উইকেটের পতন ঘটে। সাবেক অধিনায়ক ম্যাথুস (৯) কামিন্সের বলে ব্যাট ছুঁয়ে দিলে তা উইকেটকিপারের হাতে চলে যায়। এরপর দলীয় ২০৯ রানে পঞ্চম উইকেট হারায় লঙ্কানরা। স্টার্কের বলে সরাসরি বোল্ড হন সিরিবর্ধনে (৩)। দলীয় ২১৭ রানের সময় ষষ্ঠ উইকেটের পতন ঘটে। স্টার্কের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়ার আগে থিসারা পেরেরা মাত্র ৭ রান করেন। এরপর মেন্ডিজ আউট হলে শ্রীলঙ্কার পরাজয় ঘনিয়ে আসে। মেন্ডিজ স্টার্কের চতুর্থ শিকারে পরিণত হওয়ার আগে ৩৭ বলে ২টির ছয়ে ৩০ রান করেন তিনি। দলীয় ২৩৬ রানের মাথায় উদানা (৮) রিচার্ডসনের বলে তুলে মারতে গিয়ে ফিঞ্চের হাতে ধরা পড়েন। এরপর রিচার্ডসনের তৃতীয় শিকারে পরিণত হন লাসিথ মালিঙ্গা (১) খাওয়াজার হাছে ক্যাচ তুলে দিয়ে। কামিন্সের বলে প্রদীপ আউট হলে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ডি সিলভা ১৬ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার স্টার্ক ৫৫ রানে ৪টি, রিচার্ডসন ৪৭ রানে ৩টি, কামিন্স ৩৮ রানে ২টি এবং বেহরেনডর্ফ ৫৯ রানে ১টি উইকেট লাভ করেন।

এর আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দলের ওপেনার ডেভিড ওয়ার্নার ও  অ্যারন ফিঞ্চ উদ্বোধনী জুটিতে করেন ৮০ রান। আগের চার ম্যাচে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি করা ওয়ার্নারকে বেশি দূর এগোতে দেয়নি লঙ্কানরা। ৪৮ বল খেলে মাত্র ২৬ রান করে ধনঞ্জয়া ডি সিলভার কাছে বোল্ড হন ওয়ার্নার। দলে আর ২০ রান যোগ হতে উসমান খাজাকে (১০) মাঠছাড়া করেন ধনঞ্জয়া। এরপর শক্ত হাতে দলকে এগিয়ে নিতে থাকেন ফিঞ্চ ও সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। স্মিথের সঙ্গে ১৭৩ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারে দ্বিতীয়বার দেড়শ স্পর্শ করেন ফিঞ্চ। তিনি ১৩২ বলে ১৫ চার ও ৫ ছয়ে ১৫৩ রানে ইসুরু উদানার বলে দিমুথ করুনারত্নের ক্যাচে পরিণত হন। ফিঞ্চ আউট হওয়ার পরের ওভারে স্মিথকে বোল্ড করেন লাসিথ মালিঙ্গা। ৫৯ বলে ৭ চার ও ১ ছয়ে ৭৩ রান করেন অজি ব্যাটসম্যান। ডেথ ওভারের শেষদিকে মাত্র ১০ রানের ব্যবধানে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারালেও গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ২৫ বলে ৫ চার ও ১ ছয়ে ৪৬ রানে অপরাজিত ছিলেন ম্যাক্সওয়েল।

শ্রীলঙ্কার পক্ষে উদানা ৫৭ রানে ও ধনঞ্জয়া ৪০ রানে দুটি করে উইকেট লাভ করেন। মালিঙ্গা ৬১ রানে ১টি উইকেট পান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads