• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জুন ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টনটনে বাংলাদেশ সময় আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি। ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে এ ম্যাচে জয়টা টাইগারদের জন্য খুবই বেশি প্রয়োজন। তাই ক্যারিবীয়দের বিপক্ষে দল জয় ছাড়া অন্যই কিছুই ভাবছে না বলে জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এখন পর্যন্ত চার ম্যাচ শেষে দু’দলের পয়েন্ট তিন করে। শ্রীলংকার সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কিছুটা হতাশ বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়েই সেই হতাশা কাটাতে চায় টাইগাররা।  

এখন সেমি ফাইনালে যাওয়ার কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। রেসে থাকতে শেষ পাঁচটি ম্যাচের অন্তত ৩টি জিততে হবে, চারটি জিতলে টিকেটের নিশ্চয়তা পাওয়া যাবে। এমন অবস্থায় আজ প্রতিপক্ষ ক্যারিবীয়রা। যাদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছে মাশরাফির দল।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গেল ৯ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে টাইগাররা। তাই সম্প্রতি পারফরম্যান্সে ক্যারিবীয়দের চেয়ে এগিয়ে বাংলাদেশ দল। তবে এটি মানতে নারাজ নড়াইল এক্সপ্রেস। বলেন, এদিন নতুন ম্যাচ। তাই সবকিছুই নতুনভাবে শুরু হবে।

অপরদিকে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করলেও সেই ছন্দে আর পাওয়া যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজকে। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হার আর বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি ক্যারিবীয়দের। তাই এ ম্যাচে জয়ের জন্যই লড়বে গেইলরা। টনটনের মাঠ আয়তনে ছোট হওয়ায় এটিকে নিজেদের জন্য সুবিধাই মনে করছে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads