• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বিশ্বকাপে সাকিবের অনন্য কীর্তি

সংগৃহীত ছবি

ক্রিকেট

বিশ্বকাপে সাকিবের অনন্য কীর্তি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ জুন ২০১৯

প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। আজ সোমবার সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলার পথে বিশ্বকাপের মঞ্চে এক হাজার রান পূর্ণ করেন সাকিব। সেই সাথে দ্বাদশ বিশ্বকাপে সবচেয়ে রানের দিক দিয়ে আবারো শীর্ষেও উঠেন তিনি।

২০০৭ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নামেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ঐ আসরে ২০২ রান করেন তিনি। ২০১১ সালে দেশের মাটিতে হওয়া বিশ্বকাপে ১৪২ রান আসে সাকিবের ব্যাট থেকে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া টুর্নামেন্টে ১৯৬ রান করেন তিনি। আর এবার এখন পর্যন্ত ৬ ম্যাচের ৬ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছেন সাকিব। ফলে চার বিশ্বকাপ মিলিয়ে তার মোট রান ১০১৬। ২৭ ম্যাচের ২৭ ইনিংসে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। ২টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ব্যাটিং গড়- ৪৪ দশমিক ১৭।

প্রথম বাংলাদেশি হলেও, বিশ্বের ১৯তম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে এক হাজার রান করলেন সাকিব। অন্য ১৮জন ব্যাটসম্যান হলেন- শ্রীলংকার কুমার সাঙ্গাকারা-সনাথ জয়সুরিয়া-তিলকরত্নে দিলশান-মাহেলা জয়াবর্ধনে-অরবিন্দ ডি সিলভা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং-এডাম গিলক্রিস্ট-মার্ক ওয়াহ, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স-জক ক্যালিস-হার্সেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা-ক্রিস গেইল-ভিভিয়ান রিচার্ডস, ভারতের শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী, পাকিস্তানের জাভেদ মিয়াদাদ ও নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং।

বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড দখলে রেখেছেন ভারতের টেন্ডুলকার। ৪৫ ম্যাচের ৪৪ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরিতে ২২৭৮ রান করেছেন টেন্ডুলকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads