• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
 টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

সংগৃহীত ছবি

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ জুন ২০১৯

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৩২তম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ছয়টি করে ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড।

টুর্নামেন্টের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ লর্ডসের এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ইংলিশদের সামনে। । কেননা তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থেকে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। টুর্নামেন্টের ফেবারিট হিসেবে শুরু করলেও পাকিস্তান ও শ্রীলংকার কাছে হেরে জটিল অবস্থায় পড়ে গেছে ইয়োইন মরগানের দলটি। তাছাড়া ইংল্যান্ডের সামনের দুটি ম্যাচ শক্তিশালী ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। ইনজুরিও একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে দলটির সামনে। পক্ষান্তরে তুলনামুলক ভাল অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া। তারা এ পর্যন্ত কেবলমাত্র ভারতের কাছে একটি ম্যাচে পরাজিত হয়েছে।

দল:

ইংল্যান্ড ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড, জেমস ভিন্স, জোফরা আর্চার।

অস্ট্রেলিয়া : এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, এ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেসন বেহরেনডর্ফ, নাথান লিঁয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads