• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
আবাহনীর সামনে আজ মিনার্ভা

সংগৃহীত ছবি

ক্রিকেট

আবাহনীর সামনে আজ মিনার্ভা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৬ জুন ২০১৯

এএফসি কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে ভারতের আসামে অবস্থান করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শেষ ম্যাচে ঐতিহ্যবাহী দল আবাহনীর প্রতিপক্ষ ভারতের পাঞ্জাব। এই ম্যাচ জিতলে তো বটেই, ড্র করলেও প্রথমবারের মতো এএফসি কাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে আকাশি-হলুদরা।

কিন্তু আবাহনীর জন্য দুঃসংবাদ হলো, দলের মূল স্ট্রাইকার নাইজেরিয়ান সানডে চিজোবা দলের সঙ্গী হতে পারেননি এ যাত্রায়। ভিসা জটিলতার কারণে শেষ ম্যাচ খেলা হচ্ছে না তার। অথচ এশিয়ার অন্যতম সেরা ক্লাব আবাহনী টুর্নামেন্টের ‘ই’ গ্রুপে এখন শীর্ষস্থানে। ৫ ম্যাচ থেকে আকাশি-হলুদ জার্সিধারীদের সংগ্রহ ১০ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারতের চেন্নাইয়ান এফসি। মিনার্ভার ৫ এবং মার্সিয়াংদির পয়েন্ট মাত্র ২। আবাহনী-মিনার্ভা ছাড়াও আজ একই সময় চেন্নাইয়ান-মার্সিয়াংদি মুখোমুখি হবে। এই দুই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে গ্রুপের ভাগ্য। গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি নক আউট পর্বে খেলার সুযোগ পাবে। জিতলে ভালো, তবে আজ ড্র করলেও শ্রেয়তর গোল গড়ে গ্রুপ সেরা হতে পারে আবাহনী।

ঠিক এই অবস্থায় সানডেকে না পেয়ে আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস বেশ হতাশ। তিনি বলেন, ‘এই ম্যাচটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। জিতলেই আমরা প্রথমবারের মতো নক আউট পর্বে চলে যাব। কিন্তু এই ম্যাচে সানডের অনুপস্থিতি আমাদের জন্য ক্ষতি হয়ে গেল। এখন আমাদের দুই বিদেশি নিয়ে খেলতে হবে। এ ছাড়া স্থানীয় যারা আছে তাদের ওপর ভরসা রাখতে হবে।’

অ্যাওয়ে ম্যাচে মানাং মার্সিয়াংদি ক্লাবের বিপক্ষে ১-০ গোলের জয়ে মিশন শুরু আবাহনীর। পরের ম্যাচে ঘরের মাঠে মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে ২-২ গোলে ড্র করে প্রিমিয়ার লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা। তৃতীয় ম্যাচে আহমেদাবাদে ভারতের দল চেন্নাইয়ানের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেললেও ভাগ্যবিড়ম্বিত আবাহনী ১-০ গোলে হেরে ফিরেছে। তবে ফিরতি পর্বের ম্যাচে চেন্নাইয়ানকে ৩-২ গোলে হারিয়েছে আবাহনী। গত ১৯ জুন নেপালের মানাং মার্সিয়াংদি দলকে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে আবাহনী। এবং সেই সঙ্গে পয়েন্টে শীর্ষে চলে আসে। আবাহনীর স্বপক্ষ-বিপক্ষ গোলের ব্যবধান (১১-৫) বা +৬। আর চেন্নাইয়ান দলের বর্তমান গোলের ব্যবধান (৬-৪) বা +২। ফলে আজ আবাহনী জিতলে সবাইকে পেছনে ফেলে পরের পর্বে চলে যাবে।

আর যদি মিনার্ভা পাঞ্জাবের সঙ্গে আজ আবাহনী ড্র করে, তাহলে চেন্নাইয়ান জিতলেও সুবিধা করতে পারবে না। সে ক্ষেত্রে চেন্নাইয়ানকে বড় ব্যবধানে জিততে হবে। আর আজ যদি আবাহনী হেরে যায় ও চেন্নাইয়ান জিতে যায়, তবে ভারতের দলটিই চলে যাবে পরের রাউন্ডে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads