• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
উইন্ডিজকে বিদায় করে সেমির পথে ভারত

ছবি : সংগৃহীত

ক্রিকেট

উইন্ডিজকে বিদায় করে সেমির পথে ভারত

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জুন ২০১৯

টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। জিতলেও সম্ভাবনা ঝুলত সুতোর ওপর। বাঁচা-মরার ম্যাচে লড়াইটা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। উল্টো অপ্রতিরোধ্য ভারতের সঙ্গে একপ্রকার উড়েই গেছে ক্যারিবীয়রা। ম্যানচেস্টারে গতকাল কোহলিদের সঙ্গে ১২৫ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে গেইল-হোল্ডারদের। তবে দাপুটে জয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে ভারত। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে নিউজিল্যান্ড। সাত ম্যাচে তিন পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ আছে অষ্টম স্থানে।

জিততে হলে করতে হবে ২৬৯ রান। খুব বেশি বড় স্কোর না হলেও গেইলদের কাছে তাই পাহাড়সমান মনে হয়েছে। ভারতীয় বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি হোল্ডার শিবির। অলআউট হয় ৩৪.২ ওভারে মাত্র ১৪৩ রানে। ম্যাচসেরার পুরস্কার জেতেন সর্বোচ্চ ৭২ রান করা ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ব্যাট হাতে টপ অর্ডারের দায়িত্বটা নিতে হতো আগে। কিন্তু পারেননি কেউ। গেইল, হোপ, হোল্ডারদের মতো ব্যাটসম্যান ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। সর্বোচ্চ ৩১ রান এসেছে ওপেনার আমব্রিসের ব্যাট থেকে। পুরান করেন ২৮। মারকুটে হেটমায়ারের ব্যাট জ্বলেনি এদিন। ১৮ রানে শামির শিকার তিনি। লেজের দিকের ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া-আসার মধ্যে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা কার্লোস ব্রাফেট এদিন হতাশ করেছেন সমর্থকদের। ৫ বলে এক রান সম্বল তার। শেষের দিকে শেষ ঝলক স্যালুটম্যান কটরেলের ১০ ও রোচের অপরাজিত ১৫ রান।

বল হাতে ভারতের হয়ে নজর কেড়েছেন প্রায় সবাই। এর মধ্যে আলোচিত বুমরাহ। ৬ ওভারে মাত্র ৯ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি। শামিও কম ছিলেন না। ৬.২ ওভারে ১৬ রানে তিনি নেন চারটি উইকেট। চাহাল পান দুটি উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। যদিও রোহিতের আউট নিয়ে আছে বিতর্ক। রোচের বলে ক্যাচ নেন হোপ। কিন্তু পরিষ্কার বোঝা যায়নি ব্যাটে-বলে সংযোগ হয়েছিল কি না। ১৮ রান করেন রোহিত। এরপর কোহলি-রাহুল দলকে এগিয়ে নিয়ে যান। লোকেশ রাহুল ৬৪ বলে ছয়টি বাউন্ডারিতে ৪৮ রান করে বোল্ড হন হোল্ডারের বলে। বিজয় শঙ্কর ফেরেন দ্রুতই (১৪)। সর্বোচ্চ ৭২ রানের ইনিংস আসে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। এরই মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করেন তিনি। শচীন-দ্রাবিড়ের পর ভারতীয় তৃতীয় ক্রিকেটার হিসেবে কোহলি ছুঁলেন এই মাইলফলক। ৮২ বলে সাজানো ইনিংসে কোহলি হাঁকান আটটি চার।

কেদার যাদব ৭ রানে ফেরেন। ১৮০ রানের মাথায় ভারতের পঞ্চম উইকেটের পতন। এরপর জুটি গড়েন মহেন্দ্র সিং ধোনি আর হার্দিক পান্ডিয়া। এই জুটিতে আসে ৭০ রান। ৪৯তম ওভারে বিদায় নেওয়ার আগে হার্দিক পান্ডিয়া করেন ৪৬ রান। তার ৩৮ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার। একই ওভারে ফেরেন মোহাম্মদ শামি। ধোনি ৬১ বলে তিনটি চার আর দুটি ছক্কায় অপরাজিত থাকেন ৫৬ রান।

উইন্ডিজের সফল বোলার পেসার কেমার রোচ। ১০ ওভারে ৩৬ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। দলপতি জেসন হোল্ডার ১০ ওভারে ৩৩ রান খরচায় পান দুটি উইকেট। শেল্ডন কটরেল ১০ ওভারে ৫০ রান দিয়ে নেন দুটি উইকেট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads