• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ভারতের সামনে ইংল্যান্ডের ৩৩৮ রানের চ্যালেঞ্জিং টার্গেট

সংগৃহীত ছবি

ক্রিকেট

ভারতের সামনে ইংল্যান্ডের ৩৩৮ রানের চ্যালেঞ্জিং টার্গেট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুন ২০১৯

ওপেনার জনি বেয়ারস্টোর সেঞ্চুরি এবং রয় ও স্টোকসের ফিফটির উপর করে ভারতের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করিয়েছে ইংল্যান্ড। সেমি নিশ্চিত করতে কোহলিদের কোহলিদের করতে হবে ৩৩৮ রান। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে দুরন্ত সূচনা করে ইংলিশরা।পাঁচ বোলার ব্যবহার করেও কোন উইকেটেরই দেখা পাচ্ছিলেন না ভারত ক্যাপ্টেন বিরাট কোহলি।এতে ১৬ ওভারেই শতাধিক রানের জুটি গড়ে তোলেন দুই ওপেনার।

ব্যক্তিগত ফিফটি করেই সাজঘরে ফেরেন জেসন রয়। । ইনিংসের ২৩তম ওভারে কুলদীপের বলে আউট হওয়ার আগে সাত বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ৫৬ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন জেসন রয়। বেয়ারস্টোর সঙ্গে গড়েন ১৬০ রানের অনবদ্য জুটি। 

রয় আউট হলেও আরেক ওপেনার জনি বেয়ারস্টো সেঞ্চুরি হাঁকান। ৯০ বলে আটটি চার ও ছয়টি চক্কার মারে ম্যাজিক ফিগারে পৌঁছান ডানহাতি এই বিস্ফোরক ওপেনার। 

তবে ৩২তম ওভারে বেয়ারস্টো ও ইংলিশ ক্যাপ্টেন মরগানকে ফিরিয়ে ভারতকে খেলায় ফেরান মোহাম্মদ সামি। সাজঘরে ফেরার আগে ১০৯ বলে দশ বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারিতে ১১১ রানের ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। আর মরাগান আউট হন মাত্র ১ রান করে। 

এদিন বেয়ারস্টো-রয়ের পাশাপাশি ভারতীয় বোলারদের বেধড়ক পেটান আরেক ইংলিশ বেন স্টোকস। শেষ ওভারে বুমরার শিকার হওয়ার আগে ৫৪ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৭৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন স্টোকস। মূলত তার ব্যাটেই স্কোর সোয়া তিনশ ছাড়ায় ইংল্যান্ডের। এছাড়া রুট ৪৪ এবং বাটলার ২০ রান করে অবদান রাখেন দলের স্কোরকে সাত উইকেটে ৩৩৭ রানে পৌঁছাতে।

এদিকে আজ ইংল্যান্ডকে হারাতে পারলেই অজিদের পর দ্বিতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করবে কোহলিরা। অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচটি জিতলেও সেমিফাইনাল নিশ্চিত হবে না ইংল্যান্ডের। আবার হারলেও সেমির আশা পুরোপুরি শেষ হয়ে যাবে না স্বাগতিক দলটির। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads