• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ইংল্যান্ডের কাছেই প্রথম হারের স্বাদ ভারতের

ছবি : সংগৃহীত

ক্রিকেট

ইংল্যান্ডের কাছেই প্রথম হারের স্বাদ ভারতের

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৯

টিকে থাকতে হলে জিততেই হবে, এই মনোভাব নিয়ে ভারতের মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ড। ঠিকই তারা জিতে বেশ ভালোভাবেই টিকে রইল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে। আর ভারত এবারের বিশ্বকাপে পেল প্রথম হারের স্বাদ। গতকাল রোববার বার্মিংহামে জনি বেয়ারেস্টের সেঞ্চুরি এবং জেসন রয় ও বেন স্টোকসের হাফ সেঞ্চুরির সুবাদে ভারতকে ৩১ রানে হারায় ইংল্যান্ড। ইংল্যান্ডের ৭ উইকেটে ৩৩৭ রানের জবাবে ভারত ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৬ রান করে। ইংল্যান্ডের বেয়ারেস্ট ম্যাচসেরা নির্বাচিত হন।

এ জয়ের ফলে ইংল্যান্ড ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম থেকে চতুর্থ স্থানে উঠে এলো। আর ভারত ৭ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রইল। অস্ট্রেলিয়া ১৪ পয়েন্টে শীর্ষে, পাকিস্তান ৯ পয়েন্টে পঞ্চম, বাংলাদেশ ৭ পয়েন্টে ষষ্ঠ, শ্রীলঙ্কা ৬ পয়েন্টে সপ্তম, দক্ষিণ আফ্রিকা ৫ পয়েন্টে অষ্টম, ওয়েস্ট ইন্ডিজ ৩ পয়েন্টে নবম এবং আফগানিস্তান শূন্য পয়েন্টে দশম স্থানে রয়েছে।

৩৩৮ রানের কঠিন এক টার্গেট সামনে নিয়ে ইনিংস শুরু করেই বিপদে পড়ে ভারত। দলীয় মাত্র ৮ রানের সময় ওকসের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন রাহুল (০)। তবে দ্বিতীয় জুটিতে অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা ১৩৮ রান যোগ করলে ভারতের জয়ের আশা জাগে। তবে কোহলি প্লাঙ্কেটের বলে বদলি ফিল্ডার ভিন্সের তালুবন্দি হন। ৭৬ বলে ৭টি চারে কোহলি করেন ৬৬ রান। ফিরে যান রোহিত শর্মাও। তিনি ১০৯ বলে ১৫টি চারে ১০২ রান করে ওকসের বলে উইকেটকিপার বাটলারের হাতে ধরা পড়েন। বিশ্বকাপে একেবারেই নতুন রিশভ পান্ত প্লাঙ্কেটের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ২৯ বলে ৩২ রান করেন। দলীয় ২৬৭ রানের সময় হার্দিক পান্ডিয়া প্লাঙ্কেটের বল তুলে মারতে গিয়ে ভিন্সের হাতে ধরা পড়েন। পান্ডিয়া ৩৩ বলে ৪টি চারে ৪৫ রান করেন। শেষ পর্যন্ত ধোনি ৪২ ও কেদার যাদব ১২ রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের প্লাঙ্কেট ৫৫ রানে ৩টি এবং ওকস ৫৮ রানে ২টি উইকেট লাভ করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জনি বেয়ারেস্ট আর জেসন রয়ের দুর্দান্ত ওপেনিং জুটিতে ইংল্যান্ডের রানের পাহাড় গড়ার ইঙ্গিত থাকলেও মাঝপথে থমকে দাঁড়ায় স্বাগতিকরা। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে হঠাৎই ম্যাচের রাশ নিজেদের দিকে টেনে ধরতে সমর্থ হয় বিরাট কোহলির দল। এরপর আবার বেন স্টোকসের ঝড়, ম্যাচ চলে যায় ইংল্যান্ডের হাতে। শুরুতে দুই ওপেনারের ব্যাটে যেন টর্নেডো বয়ে যাচ্ছিল ভারতীয় বোলারদের ওপর। মাত্র ২২ ওভারেই ১৬০ রানের জুটি গড়ে ফেলেন ওপেনার জেসন রয় ও জনি বেয়ারেস্ট। ২৩তম ওভারের প্রথম বলে জুটি ভাঙেন কুলদীপ যাদব। তবে এতে ফিল্ডার রবীন্দ্র জাদেজার কৃতিত্বই সবচেয়ে বেশি। দুর্দান্ত এক ডাইভ দিয়ে ক্যাচটি তালুবন্দি করে নেন জাদেজা। ৫৭ বলে ৭টি চার ও ২টি ছয়ে ৬৬ রান করেন জেসন রয়। অপর ওপেনার জনি বেয়ারেস্ট ভারতীয় বোলারদের চারদিকে পিটিয়ে ৯০ বলেই পূরণ করে ফেলেন নিজের ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। তবে ১১১ রানের মাথায় শামির বলে রিশাভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বেয়ারেস্ট। তার ১০৯ বলে খেলা ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৬টি ছয়ে। অধিনায়ক ইয়ন মরগ্যান ৯ বল খেলে মাত্র ১ রান করে শামির বলে কেদার যাদবের হাতে ক্যাচ তুলে দেন। শামির চতুর্থ শিকারে পরিণত হন জো রুট। তিনি করেন ৫৪ বলে ৪৪ রান। এরপর বাটলারের (২০) উইকেটটিও নেন শামি। অবশ্য বেন স্টোকসের ব্যাট ছিল যেন খোলা তরবারি। মাত্র ৫৪ বলে ৬টি চার ও ৩টি ছয়ে ৭৯ রান করে আউট হন তিনি। তার দ্রুতগতির হাফ সেঞ্চুরিতেই তিনশ রান অতিক্রম করে ইংল্যান্ড।

ভারতীয় পেস বোলার মোহাম্মদ শামি ছিলেন সবচেয়ে সফল। তিনি ৬৯ রানে একাই লাভ করেন ৫ উইকেট। তিন ম্যাচ খেলেই তিনি তুলে নিলেন মোট ১৩ উইকেট। বুমরাহ ও কুলদীপ যাদব ১টি করে উইকেট পান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads