• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ভারতের সঙ্গে বাংলাদেশের স্বপ্নভঙ্গ!

সাকিবের খেলার একটি মুহুর্ত

ছবি ; সংগৃহীত

ক্রিকেট

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বপ্নভঙ্গ!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ জুলাই ২০১৯

প্রতিপক্ষ হিসেবে ভারত খুবই কঠিন। তবুও মনের গহীনে একটা আশা ছিল। হয়তো ভারতকে হারিয়েই স্বপ্ন বাঁচিয়ে রাখা সম্ভব হবে। সেটা সম্ভবও ছিল। কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় তা আর সম্ভব হয়নি। টপ অর্ডারে একমাত্র সাকিব আল হাসান ছাড়া কেউই সেই দায়িত্ব নিতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসছেন। ফল যা হবার তাই হয়েছে। লেজের আঘাতে যেটুকু কাবু হবার হয়েছে। তবে সেই চেষ্টায় ম্যাচ শুধু হারের ব্যবধানই কমেছে। শেষ পর্যন্ত ২৮ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। সেই সঙ্গে সেমিফাইনালে যাওয়ার আশা আর বাঁচিয়ে রাখা আর সম্ভব হয়নি।

মুশফিককে নিয়ে লড়াইটা চালাতে চেয়েছিলেন সাকিব। হল না। চাহালের বলে সুইপ করতে গিয়ে ধরা পড়লেন শামির হাতে। থিতু হয়েই বিদায় নিলেন মুশফিক। থিতু হয়ে বিদায় নিলেন লিটনও। সাকিব একাই লড়ছিলেন। ৩৪ তম ওভারে ভেঙে পড়ল সাকিবের প্রতিরোধও।

এরপর ৭৪ বলে ৬৬ রান করে পান্ডিয়ার বলে আউট হন সাকিব। মুশফিক করেন ২৪ রান। পান্ডিয়ার বলে দিনেশ কার্তিককে ক্যাচ দেন লিটন। ২২ রান করে আউট হন তিনি। পান্ডিয়া তিন উইকেট নেন। আর এতেই ধসে পড়ে বাংলাদেশ।

শুরুতে বুমরার ওপর চড়াও হয়েছিলেন তামিম। দুর্দান্ত চার এল তিনটি। কিন্তু আশা জাগিয়েও আউট হয়ে গেলেন তিনি। শামির বলে বোল্ড হয়ে যান তিনি।

ভালো খেলছিলেন সৌম্যও। কিন্তু পান্ডিয়ার বলে কোহলিকে ক্যাচ দিলেন তিনি।

৩১ বলে ২২ রান করে আউট হন তামিম। সৌম্যকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন সাকিব। কিন্তু হল না। ৩৮ বলে ৩৩ রান করে আউট হন সৌম্য।

এর আগে টস জিতে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রা। রোহিত শর্মা করেন ১০৪, লোকেশ রাহুল ৭৭ আর রিষাব প্যান্ট করেন ৪৮ রান। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহিম। এছাড়া ১টি করে উইকেট নেন সাকিব, মোসাদ্দেক আর সৌম্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads