• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সুন্দর শেষের আশায় মাশরাফি

ছবি : সংগৃহীত

ক্রিকেট

সুন্দর শেষের আশায় মাশরাফি

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০৪ জুলাই ২০১৯

বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে সমাপ্তিটা দারুণভাবে করতে চান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচের পর বললেন সে কথা, ‘যা হওয়ার হয়ে গেছে। আশা করছি দারুণ একটা সমাপ্তি নিয়ে বিশ্বকাপ শেষ করতে পারব।’

অবশ্য ম্যাচের শুরুতে ভালো কিছুর সুযোগ ছিল তাদের সামনে। ভারতের ইনিংসে বিপজ্জনক ব্যাটসম্যান রোহিত শর্মাকে মাত্র ৯ রানেই ফেরাতে পারতেন মোস্তাফিজ। কিন্তু তামিমের কল্যাণে জীবন পান তিনি। এক জীবনেই ১০৪ রানের ইনিংস খেলে ভারতকে এনে দেন বিশাল পুঁজির ভিত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তামিমের এই ক্যাচ ড্রপকে হতাশাজনক বললেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘রোহিতের ক্যাচ ড্রপ অবশ্যই হতাশার। তবে মাঠে এ ধরনের ঘটনা ঘটতেই পারে।’

কেবল মাশরাফিই না, হেড কোচও মনে করেন রোহিত শর্মার এই ক্যাচ ড্রপে চড়া মূল্য দিতে হয়েছে পুরো দলকে। প্রধান কোচ স্টিভ রোডস তাই বললেন, ‘ক্যাচ ড্রপ হলে তার মাশুল দিতে হবে। রোহিতের মতো ব্যাটসম্যানের ক্যাচ ড্রপ করলে তার মূল্যটা একটু বড়ই দিতে হবে। তামিমের ক্যাচ ড্রপে আমি কিছুটা বিস্মিত হয়েছি।’

সেমিফাইনালে যেতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মাশরাফিদের সামনে। কিন্তু ৩১৫ রানের লক্ষ্যে যে ধরনের জুটির প্রয়োজন ছিল সেটা করতে পারেনি বাংলাদেশ। মাশরাফি ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে বললেন, ‘আমরা যদি কোনো জুটি ৮০-৯০ রানে পরিণত করতে পারতাম, তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত। আমাদের ভাগ্যের সহায়তাও দরকার ছিল।’

বাঁচা-মরার ম্যাচে বোলাররা লক্ষ্যটা রেখেছিলেন নাগালে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে আসতে পারলেন না ব্যাটসম্যানরা। দলকে উপহার দিতে পারলেন না বড় কোনো জুটি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, একটা ৮০-৯০ রানের জুটি গড়তে পারলে হয়তো চিত্রটা ভিন্ন হতো।

বার্মিংহ্যামের এজবাস্টনে মঙ্গলবার ২৮ রানে ভারতের কাছে হেরে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। ম্যাচ শেষে অধিনায়ক জানান, জেতার জন্য একটা বড় জুটি খুব প্রয়োজন ছিল। ‘টিকে থাকতে এই ম্যাচটা আমাদের জিততেই হতো। আমরা তা করতে পারিনি। জেতার জন্য একটা ৮০ থেকে ৯০ রানের জুটি প্রয়োজন ছিল।’

ম্যাচে বাংলাদেশ ৩০ ছাড়ানো জুটি পেয়েছিল পাঁচটি। এর কেবল একটি ছাড়াতে পেরেছে পঞ্চাশ। সপ্তম উইকেটে ৬৬ রানের জুটি গড়েন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন। হেরে যাওয়া ম্যাচে কিছু প্রাপ্তি দেখছেন মাশরাফি, ‘মোস্তাফিজ ভালো বোলিং করেছে। সাকিব ও মুশফিক ভালো ব্যাটিং করেছে। ওরা টুর্নামেন্টজুড়েই ভালো করছে।’ 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads