• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সুন্দর শেষের প্রতীক্ষায়

ছবি : সংগৃহীত

ক্রিকেট

সুন্দর শেষের প্রতীক্ষায়

বাংলাদেশ-পাকিস্তান আজ মুখোমুখি

  • মাহমুদুন্নবী চঞ্চল
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৯

নেই কোনো সমীকরণের হিসাব। নেই কোনো স্বপ্নের আভাস। ইংল্যান্ডে থেকেও বিশ্বকাপের আমেজ যেন ছুঁতে পারছে না বাংলাদেশ দলকে। ভারতের সঙ্গে হেরে বিশ্বকাপে যতি পড়ে গেছে টাইগারদের। স্বপ্নভঙ্গ হয়েছে সেমিফাইনালের। কিন্তু তারপরও মিশন একটি রয়েই গেছে। আর তা হলো দেশ ছাড়ার আগে যে পণ করেছিলেন মাশরাফিরা। আর তা হলো ন্যূনতম পাঁচটি ম্যাচে জয়। তিনটি জয় এসেছে ইতোমধ্যে। প্রত্যাশিত জয়ের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কার সঙ্গে। আজ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান। সম্ভাব্য জয়ের তালিকায় থাকা দলের মধ্যে পাকিস্তানও ছিল। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই আজ ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টিম টাইগার্স। সুন্দর শেষের প্রতীক্ষায় মাশরাফিরা, সঙ্গে গোটা দেশও।

বিশ্বকাপে ইতোমধ্যে তিন দলের সেমি নিশ্চিত হয়ে গেছে। দলগুলো হলো অস্ট্রেলিয়া, ভারত ও স্বাগতিক ইংল্যান্ড। নিউজিল্যান্ডেরও সেমি প্রায় নিশ্চিত। কিছুটা ঝুলে আছে গাণিতিক হিসাব-নিকাশের মারপ্যাঁচে। যদিও বাস্তব অবস্থা ভিন্ন। সেমির আগাম উৎসব করতে পারে কিউই শিবির। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ৯ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। আজ পাকিস্তান জিতলে তাদের পয়েন্ট হবে নিউজিল্যান্ডের সমান, ১১। হিসাব তখন নেট রান রেটের। এই হিসাবে পাকিস্তান এখন পর্যন্ত অনেক পিছিয়ে। সেমির স্বপ্ন পাকিস্তানের শতকরা এক ভাগ বলা যেতে পারে। কারণ নেট রান রেটে এগিয়ে সেমিতে যেতে হলে বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারাতে হবে পাকিস্তানের।

হিসাবটা অসম্ভবই বলা যায়। যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে রসিকতাও। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান আগে ব্যাট করে যদি ৩৫০ রান করে, তাহলে তাদের জিততে হবে ৩১১ রানের ব্যবধানে। ৪০০ করলে জিততে হবে ৩১৬ রানে, আর ৪৫০ করলে বাংলাদেশকে হারাতে হবে অন্তত ৩২১ রানের ব্যবধানে। আর টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে বিদায় নিশ্চিত হবে তখনই! ম্যাচটি তাই দুই দলের জন্যই নিয়মরক্ষার, তা না বললেও চলে।

আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও বাংলাদেশ পাখির চোখ করে আছে জয়ের জন্য। সে ক্ষেত্রে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করতে পারবে মাশরাফিরা। ১০ দলের মধ্যে পাঁচে থাকাটাও কম গর্বের নয়। পেছনের ব্যর্থতা ভুলে পাকিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে টাইগাররা। অলরাউন্ডার সাইফউদ্দিনের ভাবনাটাও তেমন, ‘আমাদের সামনে তাকাতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার, এটা কথায় আছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমরা জয়ের জন্যই নামব। জিততে পারলে অন্তত খুশি মনে শেষ করতে পারব।’

বার্মিংহাম ছেড়ে লন্ডনে যাওয়ার আগে মাশরাফির কণ্ঠেও শেষটা রাঙিয়ে যাওয়ার প্রত্যয়, ‘পঞ্চম স্থানে থেকে শেষ করতে পারলে সেটা কত বড় প্রাপ্তি হবে জানি না। তবে প্রতিটি ম্যাচ আমরা জয়ের জন্য নামি, এই ম্যাচেও (পাকিস্তান) সেটি চাইব।’ জয়ের জন্য মুখিয়ে আছেন হেড কোচ রোডসও, ‘শুক্রবার পাকিস্তানের ম্যাচের জন্য মুখিয়ে আছি আমি। এশিয়া কাপে আমরা ওদেরকে হারিয়েছি। ওরা অবশ্যই চাইবে এবার অন্য রকম কিছু করতে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে আমরা দেখিয়েছি, আমাদের হারানো সহজ হবে না।’

হেড টু হেডে পাকিস্তান অনেক এগিয়ে। ৩৬ বারের মোকাবেলায় পাকিস্তানের ৩১ জয়। বাংলাদেশের জয় পাঁচটি। মজার বিষয় হলো সর্বশেষ চার ম্যাচেই জিতেছে বাংলাদেশ। সবশেষ ম্যাচ গত এশিয়া কাপে। যেখানে পাকিস্তানকে বিদায় করেই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। প্রেরণা নেওয়ার অনেক জায়গা আছে বাংলাদেশের। এখন জয় দিয়ে হোক বিশ্বকাপ মিশন সমাপ্তি, সমর্থকদের চাওয়া তেমনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads