• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

সংগৃহীত ছবি

ক্রিকেট

ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৯

এর চেয়ে রোমাঞ্চকর ফাইনাল আর হতে পারে না। বলতে গেলে ফাইনাল বিশ্বকাপের মতোই হয়েছে। শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটির ভাগ্য নির্ধারিত হলো সুপার ওভারে। স্নায়ু চাপের এই ম্যাচে অবশেষে কিউইদের মাত্র ১ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। এই লর্ডসে ১৯৭৯ বিশ্বকাপে ফাইনাল হেরেছিল ক্রিকেটের জনক দেশটি। চল্লিশ বছরে চার-পাঁচটি ক্রিকেট প্রজন্ম পেরিয়ে গেছে ইংলিশদের। ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল প্রথমবার টাই। আবার সুপার ওভারের দম ফাঁটা উচ্ছ্বাস। তাতে বাউন্ডারি ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করে ২৪১ রান তোলে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ঠিক ২৪১ রানেই অলআউট হয় ইংলিশরা। শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। তৃতীয় ও চতুর্থ বল থেকে ১২ রান পেয়ে যায় ইংল্যান্ড। শেষ দুই বলে দুই রান নিয়ে রান আউটে দুই উইকেট হারায় ইংল্যান্ড। ম্যাচ গড়ায় সুপার ওভারে। নিয়ম অনুযায়ী পরে ব্যাটিং করা দল সুপার ওভারে শুরুতে ব্যাটিং করে। দারুণ ইনিংস খেলা বাটলার এবং স্টোকসকে নামায় ইংল্যান্ড। তারা তোলেন ১৫ রান। নিউজিল্যান্ডও তোলে ১৫ রান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads