• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৯

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ রোববার বাংলাদেশ সময় ৩টা থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

আজকের ম্যাচে দলে একটি পরিবর্তন এসেছে। পেসার রুবেল হোসেনের জায়গায় দলে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম। প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরলেন তাইজুল।

৯১ রানের বাজে হার দিয়ে লঙ্কা মিশন শুরু করে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নাই।

মালিঙ্গার বিদায়ী ম্যাচ বলেই কী লঙ্কান শিবির খুনে মেজাজে ছিল প্রথম ওয়ানডেতে। প্রিয় সতীর্থের বিদায় বলে কথা। যার বিদায়ের উপলক্ষ তিনিই বরং এক কাঠি সরেস ছিলেন। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে একের পর ছুড়লেন বিষাক্ত ইয়র্কার। তাতে ভূপাতিত বাংলাদেশ ক্যাপ্টেন তামিমসহ অনেকেই। ৩১৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ ২২৩ রানে অলআউট। খেলা হয়নি ৫০টি বল।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুণারত্নে, আভিশকা ফার্নান্দো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমানে, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও ইশুরু উদানা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads