• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মুশফিকের দুর্দান্ত ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ২৩৮

ফাইল ছবি

ক্রিকেট

মুশফিকের দুর্দান্ত ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ২৩৮

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৯

মাত্র দুই রানের জন্য সেঞ্চুরির দেখা পেলেন না মুশফিকুর রহিম। ১১৭ রানে ছয় উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশ ঘুরে দাঁড়ায় মুশফিকের এই ইনিংসে। তার ১১০ বলে সাজানো ইনিংসে ছিল ৬টি চার আর একটি ছক্কার মার। মুশফিকের ৯৮ রানের সুবাদে ২৩৮ রানের স্কোর গড়তে সক্ষম হয়েছে বাংলাদেশ।

ইনিংসের ষষ্ঠ ওভার ও দলীয় ২৬ রানে নুয়ান প্রদীপের বলে এলবির ফাঁদে পড়েন সৌম্য সরকার। বিদায় নেওয়ার আগে বাঁহাতি এই ওপেনার ১৩ বলে করেন ১১ রান। ৩১ রানের মাথায় বিদায় নেন তামিম ইকবাল। ইসুরু উদানার বলে বোল্ড হওয়ার আগে বাঁহাতি এই ওপেনার ৩১ বলে দুই বাউন্ডারিতে করেন ১৯ রান। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ দুই ওপেনারকে হারিয়ে তোলে ৩৫ রান।

মুশফিকের সঙ্গে ২১ রানের জুটি গড়ে বিদায় নেন মোহাম্মদ মিঠুন। দলীয় ৫২ রানের মাথায় মিঠুনের বিদায়ে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়। ২৩ বলে ১২ রান করে ফেরেন মিঠুন। ব্যক্তিগত ৮ রান করে মুশফিক ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজার রান স্পর্শ করেন। ১৮ বলে ৬ রান করে আকিলা ধনাঞ্জয়ার বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৬৮ রানে বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়। ৮৮ রানের মাথায় বিদায় নেন সাব্বির রহমান। রানআউট হয়ে সাজঘরে ফেরার আগে সাব্বির ১৯ বলে দুই বাউন্ডারিতে করেন ১১ রান।

দলীয় ১১৭ রানের মাথায় বিদায় নেন মোসাদ্দেক হোসেন। মুশফিকের সঙ্গে ২৯ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। ইসুরু উদানার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ডানহাতি এই মিডলঅর্ডার ব্যাটসম্যান ২৭ বলে করেন ১৩ রান। এরই মধ্যে টানা দ্বিতীয় ফিফটির দেখা পান মুশফিক। সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও করেছিলেন ৫০ রান। সিরিজের প্রথম ম্যাচে করেন ৬৭ রান। মুশফিকের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। ইনিংসের ৪৬তম ওভারে বিদায় নেন মিরাজ। ৪৯ বলে মিরাজ করেন ৪৩ রান। তাইজুল করেন ৩ রান। শেষ ওভারে রানআউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে তাইজুল ৩০ রানের জুটি গড়েন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads