• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
স্কটল্যান্ড গেল সালমারা

সংগৃহীত ছবি

ক্রিকেট

স্কটল্যান্ড গেল সালমারা

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০১৯

গতবার বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলেছিল বাছাইপর্বের বাধা অতিক্রম করে। এবারো চূড়ান্তপর্বে খেলার মিশন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে। তবে মিশন সফল করতে হলে বাংলাদেশকে বাছাইপর্বের বাধা পেরুতে হবে। বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে গতকাল বৃহস্পতিবার হল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সকাল সাড়ে দশটায় দলকে নিয়ে বিমান ছাড়ে। বিশ্বকাপ বাছাইপর্ব হবে স্কটল্যান্ডে। তবে আগে যেহেতু হল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে এবং সেদেশে প্রস্তুতি ক্যাম্প হবে, তাই সেখানেই আগে যাচ্ছে বাংলাদেশ দল। হল্যান্ড থেকে পরে স্কটল্যান্ডে যাবে সালমারা। 

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে টি-টোয়েন্টি স্পেশালিস্ট অলরাউন্ডার হয়ে ওঠা রুমানা আহমেদ যে থাকছেন না তা আগেই জানা। তিনি ইনজুরিতে পড়েন। অভিজ্ঞ পেসার পান্না ঘোষ ও লতা মণ্ডলও দল থেকে বাদ পড়েছেন। তবে লতাকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে। দলে ফিরেছেন মুর্শিদা খাতুন। পেস বোলিং অলরাউন্ডার শোভানা মুশতারীও সুযোগ পেয়েছেন। ১৪ জনের দলের নেতৃত্ব দেবেন যথারীতি সালমা খাতুন।  

বাছাইপর্বের আগে হল্যান্ডে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে সালমাবাহিনী। সেখানে চারটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। বিশ্বকাপের বাছাইপর্বে গত আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দল ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচের পরই স্কটল্যান্ডে যাবে।  

৩১ আগস্ট পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওঠার মিশন শুরু হবে। ১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ৩ সেপ্টেম্বর স্বাগতিক স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপপর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে বাছাইপর্ব মাঠে গড়াবে। বাছাইপর্বের ফাইনালে উঠলে আগামী বছর ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে ২৯ আগস্ট হল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।  

এবারো বাছাইপর্বে দুটি গ্রুপে খেলা হবে। বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। যে গ্রুপে পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র রয়েছে। ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ড, জিম্বাবুইয়ের পরিবর্তে সুযোগ পাওয়া নামিবিয়া, হল্যান্ড ও থাইল্যান্ড খেলবে। গ্রুপপর্ব শেষে সেমিফাইনাল হবে এবং ৭ সেপ্টেম্বর ফাইনাল হবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল করে মোট চারদলকে নিয়ে হবে সেমিফাইনাল। পরে শেষ চারের সেরা দুই দল ফাইনালে যাবে। ফাইনালিস্ট দুই দলকেই দেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট। আগামী ৫ সেপ্টেম্বর হবে সেমিফাইনাল ম্যাচ দুটি। পরে ৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বাছাইপর্ব। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads