• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ক্রিকেট

এলিট ক্লাবে তাইজুল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৫ সেপ্টেম্বর ২০১৯

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে একশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। তার আগে এই রেকর্ড ছিলে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের। ওই দুজনকে পেছনে ফেলে এই মাইলফলকে পৌঁছালেন এই বাঁহাতি স্পিনার।

আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইহসানউল্লাহকে সরাসরি বোল্ড করে মাইলফলকে পৌঁছান তাইজুল। ইহসানউল্লাহকে আউটের পর ইব্রাহিম জাদরানকে সাজঘরে পাঠিয়ে ছাড়িয়ে গেলেন সেঞ্চুরি। তার ঝুলিতে এখন উইকেট সংখ্যা ১০১।

এদিন বাংলাদেশের হয়ে ওপেনিং বোলিং করেন তাইজুল ইসলাম। বাম-হাতি এই স্পিনার ম্যাচের ১৩তম ওভারে প্রথম উইকেটটি তুলে নেন। ওভারের দ্বিতীয় বলে ওপেনার ইহসানউল্লাহ জানাতকে বোল্ড করে ফেরান তিনি। ৩৬ বলে ৯ রান করে মাঠ ছাড়েন জানাত।

এই উইকেটটি তুলে নিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে তৃতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তাইজুল। এর আগে টাইগারদের হয়ে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান ১০০ উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। রফিকের ক্যারিয়ারের মোট উইকেট সংখ্যা ১০০টি। অন্যদিকে এই পর্যন্ত ২০৫টি উইকেট তুলতে পেরেছেন সাকিব।

বাংলাদেশের পক্ষে দ্রুততম ১০০ উইকেট

১. তাইজুল ইসলাম - ২৫ ম্যাচ

২. সাকিব আল হাসান - ২৮ ম্যাচ

৩. মোহাম্মদ রফিক - ৩৩ ম্যাচ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads